বর্তমানে সারা বিশ্বে অন্যতম জনপ্রিয় যোগাযোগমাধ্যম মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। ব্যবহারে সহজ পদ্ধতি এবং উন্নত সুরক্ষাব্যবস্থার জন্য সবার কাছেই অ্যাপটি জনপ্রিয়। ব্যবহারকারীদের আরও ভালো অভিজ্ঞতা দিতে- একই অ্যাপে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রাখার সুবিধা নিয়ে আসছে।
হোয়াটসঅ্যাপের একাধিক অ্যাকাউন্ট ফিচার ব্যবহার করবেন যেভাবে
১. এ ফিচার চালু করতে প্রথমেই ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ চালু করতে হবে।
২. এরপর হোয়াটসঅ্যাপ সেটিংসে তিনটি বিন্দুযুক্ত মেনুতে ক্লিক করে তারপর সেটিংসে প্রেস করতে হবে।
৩. এরপর প্রোফাইল নামের পাশে ড্রপ ডাউন তিরটিতে ক্লিক করতে হবে।
৪. বাড়িতি অ্যাকাউন্ট চালু করতে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আরেকটি মোবাইল নম্বর যোগ করতে হবে।
৫. নম্বরটি যাচাই করতে এই পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে এবং একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে দ্বিতীয় নম্বরটির ব্যবহার শুরু করা যাবে।
মন্তব্য করুন