আইফোনে চ্যাটজিপিটি ব্যবহারে বিভিন্ন সুবিধা যুক্ত করা হচ্ছে। যার মূলে আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর বিভিন্ন সুবিধাযুক্ত করতে কাজ করছে অ্যাপল। এরই মধ্যে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সঙ্গে চুক্তি করতে আলোচনা শুরু করছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।
প্রতিবেদন সূত্রে জানা যায়, আইফোনের নতুন অপারেটিং সিস্টেম আইওএস ১৮ তে চ্যাটজিপিটির বিভিন্ন সুবিধাযুক্ত করতে অ্যাপল ও ওপেনএআই কাজ করছে। এ জন্য শিগগিরই দুটি প্রতিষ্ঠান চুক্তি করতে পারে। নতুন এ চুক্তির আওতায় আইফোনে চ্যাটজিপিটির বিভিন্ন সুবিধা যুক্ত করবে অ্যাপল।
প্রতিবেদনে আরও বলা হয়, আগামী মাসেই এসব সুবিধা উন্মুক্ত হতে পারে। যদিও আইফোনে চ্যাটজিপিটির কোন কোন প্রযুক্তিসুবিধা ব্যবহার করা যাবে, তা স্পষ্ট নয়।
আর্নিংস- এর এক সম্মেলনে অ্যাপল জানিয়েছে, উদ্ভাবন ও প্রবৃদ্ধির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ। এ জন্য তারা হার্ডওয়্যার, সফটওয়্যারসহ নিজেদের বিভিন্ন প্রযুক্তিতে এআই ব্যবহারের ওপর জোর দিচ্ছে। আর তাই ধারণা করা হচ্ছে, আইফোনে দ্রুত চ্যাটজিপিটির বিভিন্ন সুবিধা যুক্ত করতে পারে অ্যাপল।
মন্তব্য করুন