বর্তমান সময়ে বার্তা আদান-প্রদানে জনপ্রিয় মাধ্যেম মেসেঞ্জার। অনেকেই একে ফেসবুক চ্যাট নামেও অতিবাহিত করে থাকেন। দ্রুত চ্যাট করতে গিয়ে ভুল বার্তা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। যা অনেকে সময় চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। এমন বিড়ম্বনা এড়াতে সহজেই মেসেঞ্জারে চ্যাট এডিট করা যাবে।
শুরুর দিকে ফেসবুক মেসেঞ্জারে এডিট সুবিধা না থাকলেও এবারে আর সেই সমস্যা নেই। কারণ সাম্প্রতিক একটি আপডেটে নয়া ফিচার এনেছে ফেসবুক মেটা। আর সেই ফিচারের মাধ্যমেই মেসেজ এডিট করা যাবে অন্যান্য অ্যাপের মতো।
মেসেঞ্জারে চ্যাট এডিট করার ক্ষেত্রে কিছু শর্ত মানতে হবে। প্রথমত মেসেজ পাঠানোর পর ১৫ মিনিট পর্যন্ত মেসেজ এডিট করা যাবে। একটি মেসেজ সর্বোচ্চ পাঁচবার এডিট করা যাবে। ১৫ মিনিটের মধ্যে হলেও পাঁচবারই সুযোগ পাবেন একজন। ১৫ মিনিট পেরিয়ে গেলে আর এডিট করা যাবে না। শেষ এডিট করা মেসেজই শো করবে তখন।
এডিট করবেন যেভাবে
>> মেসেজ এডিট করার জন্য একটি মেসেজের ওপর লং প্রেস করে ধরে রাখুন। >> একটি মেনু চলে আসবে। ওই মেনুতেই পাবেন এডিট অপশনটি। >> এডিট অপশনে গিয়ে নতুন করে মেসেজটি লিখতে হবে। অথবা ভুল মেসেজটি শুধরে নিতে হবে। >> শুধরানো হয়ে গেলে সেন্ড অপশনে ট্যাপ করলেই চলে যাবে এডিটেড মেসেজ।
মন্তব্য করুন