সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো ইনস্টাগ্রাম। এ প্ল্যাটফর্মের সবচেয়ে জনপ্রিয় ফিচার হচ্ছে স্টোরিজ। এবার ইনস্টাগ্রাম স্টোরিজ ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে নতুন ফিচার। এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ইনস্টাগ্রামে একাধিক ছবি কোলাজ করে স্টোরিজে দিতে পারবেন।
বর্তমানে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা তাদের স্টোরিজে একাধিক ছবি কোলাজ করে শেয়ার করছেন। এ ফিচারটি ব্যবহার করতে, অপশনটিতে ট্যাপ করে ডিভাইসের গ্যালারি বা ক্যামেরা রোল থেকে একাধিক ছবি সিলেক্ট করে দিলে তৈরি হয়ে যাবে ছবির কোলাজ।
তবে স্টোরিজে ছবির কোলাজে করার ফিচারটি প্রথম নিয়ে আসেনি ইনস্টাগ্রাম। এর আগেও এই ফিচারটি নিয়ে আসেছিল তারা। তখন ফিচারটির মাধ্যমে শুধু লেআউট আকারে ছবি কোলাজ করা যেত। তবে এবার ইচ্ছেমতো ডিজাইনে ছবি কোলাজ করা যাবে এর ফিচারের মাধ্যমে।
মন্তব্য করুন