ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ এলে শুরু হয় দিবস পালনের ছড়াছড়ি। ভালোবাসার মানুষদের জন্য এ সপ্তাহজুড়ে রয়েছে ধারাবাহিক দিবস। এরমধ্যে সিঙ্গেলদের জন্যও একটি দিবস রয়েছে। আজ ‘সিঙ্গেলেই সুখী’ তথা নিজেকে নিয়ে সুখী থাকার দিন।
সিঙ্গেলরা চাইলে আজকের দিনটি নিজের মতো সুখেই কাটাতে পারেন। ১১ ফেব্রুয়ারি মূলত ‘সিঙ্গেলেই সুখী দিবস’ (স্যাটিসফায়েড স্টেয়িং সিঙ্গেল ডে) হিসেবে পালন করা হয়ে থাকে।
দিবসটির প্রচলন শুরু করেন টমাস ও রুথ রয় নামের দুই ব্যক্তি। তবে কবে থেকে এ দিবস পালনের শুরু হয়েছে তা জানা যায়নি।
আজকের দিনটি যারা একা আছেন তারা চাইলে নিজের মতো করে কাটাতে পারেন। পুরো দিনটি বরাদ্দ রাখতে পারেন নিজের জন্য। এজন্য নতুন কোনো জায়গা বা প্রিয় কোনো স্থানে ঘুরে আসতে পারেন। এ ছাড়া নিজের ভালোলাগার নানা কাজের মাধ্যমেও দিনটি কাটিয়ে দিতে পারেন।
সূত্র : ডেজ অব দ্য ইয়ার অবলম্বনে
মন্তব্য করুন