প্রত্যেকের জীবনে বিয়ে এক অনন্য বিষয়। জীবনকে নতুন করে রাঙিয়ে তুলতে বিয়ের বিকল্প নেই। তবে এই বিয়েই যেন অনেকের জীবনে কাল হয়ে দাঁড়ায়, আবার অনেকেই নিজেকে গড়ে তোলেন ভিন্ন এক আঙ্গিকে।
জীবনসঙ্গী হিসেবে সচরাচর একজনকেই বেছে নিতে দেখা যায় বর্তমান সমাজে। তবে এক্ষেত্রেও কিছুটা তারতম্য দেখা যায় মাঝে মাঝে। তবে এমন এক ব্যক্তির খোঁজ মিলেছে যিনি বহু বিবাহের মাধ্যমে রীতিমতো ‘বিয়ের ঈশ্বর’ হয়ে উঠতে চান।
একই সঙ্গে বহু স্ত্রী ও সঙ্গে গার্লফ্রেন্ড রাখার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জাপানের হোক্কাইডোতে। বহু বিবাহিত ওই ব্যক্তির নাম রিউটা ওয়াতানাবে। জানা গেছে, বর্তমানে ওই ব্যক্তির সংসারে রয়েছে তিন স্ত্রী ও দুই বান্ধবী। ইতোমধ্যে হয়েছেন ১০ সন্তানের গর্বিত পিতা। তবে সবমিলিয়ে ৫৪ সন্তানের প্রত্যাশা করেন তিনি।
মজার বিষয় হচ্ছে, এতবড় সংসার টানতে কোনো চাকরি করেন না ৩৬ বছর বয়সি রিউটা। বরং স্ত্রী ও বান্ধবীদের বেতনের টাকায় দিব্যি সংসার চালান তিনি। সম্প্রতি জাপানি ওই যুবককে নিয়ে করা প্রতিবেদন সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ধর্মীয় রীতিতে বিয়ে করলেও সরকারী নিবন্ধন নেই রিউটার কোন বিয়ের। জাপানে বহুগামিতা অবৈধ হলেও বহুস্ত্রী ও বহু বান্ধবী রাখার মাধ্যমে ভবিষ্যতে ৫৪ সন্তানের পিতা হওয়ার স্বপ্ন রয়েছে তার। জানা যায়, জাপানে টোকুগাওয়া আইনারি নামের এক শাসক ২৭ স্ত্রী নিয়ে প্রায় ৫৩ সন্তানের জন্ম দিয়েছিলেন। আর সেই রেকর্ড ভাঙার স্বপ্নই দেখছেন রিউটা।
খবরে বলা হয়েছে, ওয়াতানাবের একটি চতুর্থ স্ত্রীও রয়েছে, যার বয়স ২৪ বছর। ইতোমধ্যেই তারে সাথে বিচ্ছেদ হয়ে গেছে। জাপানের সংবাদমাধ্যম শুয়েশা অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, রিউটার সংসার চালাতে মাসিক খরচ প্রায় ৯ লাখ ১৪ হাজার ইয়েন। সে টাকা তার তিন স্ত্রী এবং দুই বান্ধবী নিজেদের বেতন থেকে ভাগাভাগি করে দেন। তবে চাকরি না করলেও রান্না করা, বাড়ির কাজ করা, বাচ্চাদের যত্ন নেওয়া- সব একা হাতে সামলান রিউটা।
জানা গেছে, বছর ছয়েক আগে প্রেমিকার সঙ্গে রিউটার বিচ্ছেদ হলে বেশ হতাশায় পড়েন তিনি। এরপর তিনি বহু নারীতে আসক্ত হয়ে পড়েন। চলতি বছরের শুরুতে জাপানি টিভি শো ‘আবেমা প্রাইম’-এ রিউটা জানান, তিনি শুধু নারীদের ভালোবাসেন। যতক্ষণ তারা একে অপরকে সমানভাবে ভালোবাসবে, ততক্ষণ কোনো সমস্যাও হবে না।
মন্তব্য করুন