কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ০৮:৫৮ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বিদায়বেলায় জড়িয়ে ধরার সময় বেঁধে দিল বিমানবন্দর কর্তৃপক্ষ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিমানবন্দরে কাছের মানুষকে বিদায় জানানোর সময় আবেগঘন আলিঙ্গন স্বাভাবিক দৃশ্য। কিন্তু কখনো কী ভেবেছেন, কতক্ষণ একজনকে জড়িয়ে ধরে বিদায় জানানো যায়? হয়তো কখনোই নয়। নিউজিল্যান্ডের ডুনেডিন বিমানবন্দর এবার এ আবেগের প্রকাশকে একটি সময়সীমায় বেঁধে ফেলেছে—সর্বোচ্চ তিন মিনিটের আলিঙ্গন!

ডুনেডিন বিমানবন্দরের সিইও ড্যান ডি বোনো জানান, গত সেপ্টেম্বর মাসে এ নতুন নিয়ম চালু করা হয়েছে- যাতে বিমানবন্দরের ড্রপ-অফ এলাকায় যানজটের মতো পরিস্থিতি এড়ানো যায় এবং পরিবেশ সুশৃঙ্খল রাখা যায়।

ডুনেডিন বিমানবন্দরের ড্রপ-অফ এলাকায় নতুনভাবে লাগানো সাইনবোর্ডে লেখা আছে, ‘সর্বোচ্চ আলিঙ্গনের সময় তিন মিনিট’। যাদের বিদায়ের মুহূর্তে আরও বেশি সময়ের প্রয়োজন, তাদের বিমানবন্দরের পার্কিং এলাকায় যেতে পরামর্শ দেওয়া হয়েছে, যেখানে বিনামূল্যে ১৫ মিনিট পর্যন্ত পার্কিং সুবিধা দেওয়া হয়।

এ বিষয়ে বিমানবন্দরের সিইও ড্যান ডি বোনো জানান, এটি মূলত যাত্রীদের দ্রুত বিদায় জানিয়ে ড্রপ-অফ এলাকার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্যই করা হয়েছে। ‘তিন মিনিট যথেষ্ট সময় প্রিয়জনকে বিদায় জানাতে’ উল্লেখ করে তিনি বলেন, ‘এ সময়সীমা আসলে একটি মজার উপায়ে বলা, আপনিও আলিঙ্গন করুন এবং অপরকেও করার সুযোগ দিন।

এদিকে এ নতুন পদক্ষেপ সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ কেউ একে মৌলিক মানবাধিকারের লঙ্ঘন হিসেবে দেখছেন এবং মন্তব্য করেছেন, কেউ কীভাবে আলিঙ্গনের সময়সীমা নির্ধারণ করতে পারে? অপরদিকে কেউ কেউ এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং বলছেন যে ড্রপ-অফ জোনের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য এটি প্রয়োজন ছিল।

উল্লেখ্য, বিমানবন্দরের কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের আলিঙ্গনের সময়সীমা কঠোরভাবে প্রয়োগ করা হবে না। তবে দীর্ঘ আলিঙ্গন করার ইচ্ছা থাকলে তাদের পার্কিং এলাকায় গিয়ে তা সম্পন্ন করার পরামর্শ দেওয়া হবে।

বিমানবন্দরের সিইও ডি বোনো বলেন, ২০ সেকেন্ডের একটি আলিঙ্গন ইতিবাচক হরমোন যেমন অক্সিটোসিন ও সেরোটোনিন নিঃসরণে সহায়ক, যা সম্পর্কের বন্ধনকে আরও শক্তিশালী করে। তবে তিন মিনিটের বেশি আলিঙ্গন করলে তা অস্বস্তিকর হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

সিইও আরও বলেন, বিমানবন্দরগুলোতে বিদায়বেলা অত্যন্ত আবেগময় হয়ে ওঠে। কিন্তু কার্যকারিতার দিকে খেয়াল রেখে এ ধরনের সীমাবদ্ধতা আরোপ করা জরুরি। আলিঙ্গনের সময়সীমা নিয়ে ক্ষোভ থাকলেও এর মাধ্যমে বিমানবন্দরের কার্যক্রম আরও মসৃণভাবে চলতে পারবে এবং অন্যরাও একই অভিজ্ঞতা গ্রহণ করতে পারবে।

ডুনেডিনের এ সিদ্ধান্ত বিশ্বজুড়ে বিমানবন্দর ব্যবস্থাপনায় একটি ব্যতিক্রমী উদাহরণ তৈরি করার পাশাপাশি বিমানবন্দরগুলোর মধ্যে কৌতূহলের জন্ম দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ-৫ আসনে তৃণমূলের আস্থা হুদাতে

১ হাজারে দৈনিক সুদ ১০০ টাকা!

বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটেনের রাজা

‘ড্রেসিংয়ে গেলে বলতেন আন্দোলনে গেছিলা ক্যান’

৩১ দফা বাস্তবায়নে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ : যুবদল সম্পাদক

শহীদ শাকিলের কবরে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধা নিবেদন

দুই দিনের ব্যবধানে সোনার দাম বৃদ্ধি, ভরি কত?

সাগরে লুঘচাপের মধ্যেই বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ   

আ.লীগের ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ : রাশেদ প্রধান

সাতছড়ি উদ্যান দখল করে প্রভাবশালীদের লেবু চাষ

১০

ব্রাহ্মণবাড়িয়ায় কমিটি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের সংঘর্ষ

১১

এবার মারা গেলেন পরীমণির প্রথম সিনেমার পরিচালক

১২

বিএনপিতে অনুপ্রবেশকারীর ঠাঁই হবে না : আমিনুল হক 

১৩

‘আ.লীগ ভিন্ন রাষ্ট্রের আদেশ বাস্তবায়নে ক্ষমতা দখলে রেখেছিল’

১৪

ঢাবির ইসলামের ইতিহাস বিভাগে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির সুযোগ

১৫

কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে : নাছির উদ্দীন 

১৬

তিনবারের সাবেক উপজেলা চেয়ারম্যান আজাদ গ্রেপ্তার

১৭

শিল্পকলায় প্রদর্শিত হলো সার্কাস

১৮

৮ দফা অবিলম্বে বাস্তবায়ন দাবি ঐক্য পরিষদের

১৯

পুলিশ পরিচয়ে দখলবাণিজ্য এসপি শামীমা ইয়াসমিনের

২০
X