‘মরণ ঘুম’ বোধহয় একেই বলে। সেখানে শয্যা—দুই লাইনের মাঝে বিছানো টুকরো পাথর আর সিমেন্টের স্ল্যাব এবং বালিশ খোদ রেলের পাত! এমন স্বর্গীয় বিছানায় রোদ থেকে বাঁচতে ছাতা খাটিয়ে নাক ডেকে শান্তিতে ঘুমাচ্ছিলেন এক ব্যক্তি।
নিশ্চিতভাবে এটিই হতে পারত তার ‘শেষ ঘুম’। তবে চালক ট্রেনটি থামিয়ে তার শান্তির ঘুমখানা ভাঙালেন। এমন ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। ধারণা করা ওই ভিডিওতে দেখা যায়, রোদের মধ্যে ছাতা খুলে রেলের পাতে মাথা রেখে ঘুমাচ্ছেন এক ব্যক্তি। আর ওই লাইন ধরেই আসছিল একটি লোকাল ট্রেন।
দূর থেকে দেখে প্রথমে হর্ন দেন চালক। তাতে তার ঘুম ভাঙেনি। শেষে ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেনটি থামাতে সক্ষম হন চালক। কাছে গিয়ে ঘুমন্ত ব্যক্তিকে গায়ে হাত দিয়ে ডাকতেই ধড়ফড়িয়ে উঠে বসেন তিনি। পরে গন্তব্যে রওনা দেয় ট্রেনটি।
ঘটনাটির ভিডিও এক্সে প্রকাশ করেছেন শচিন গুপ্ত নামে এক ব্যক্তি। এতে ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়েছে। কেউ লিখেছেন, ‘যমরাজ বোধহয় ছুটিতে ছিলেন।’ আবার তার শাস্তির দাবিও জানিয়েছেন অনেকে।
মন্তব্য করুন