পাক-ভারত দ্বৈরথে কোটি কোটি দর্শক!

মেলবোর্নে পাক-ভারত লড়াইয়ের আগে
মেলবোর্নে পাক-ভারত লড়াইয়ের আগেছবি : সংগৃহীত

মেলবোর্নে গত রোববার বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। রোমাঞ্চকর ম্যাচে ভারত জেতে ৪ উইকেটে। এক বিরাট কোহলির নান্দনিক ব্যাটিংয়ে ওলট-পালট হয়ে যায় অনেক কিছু। মেলবোর্নে অনুষ্ঠিত সেই ম্যাচটি স্টেডিয়ামে বসে দেখেছিল প্রায় লাখ খানেক দর্শক।

গোটা বিশ্বে টিভি পর্দা কিংবা অ্যাপে কত মানুষ দেখেছেন এই ম্যাচটি? তার সঠিক তথ্য না পাওয়া গেলেও দুটি অ্যাপের পরিসংখ্যানে অনেকটাই তা স্পষ্ট, এই ম্যাচ দেখেছে কোটি কোটি দর্শক।

মেলবোর্নে পাক-ভারত লড়াইয়ের আগে
কোহলি ঝড়ে পাকিস্তানকে হারাল ভারত

ডিজনি ও হটস্টার অ্যাপে পাকিস্তান-ভারত ম্যাচ প্রত্যক্ষ করেছে প্রায় এক কোটি ৮০ লাখ দর্শক। যা এই অ্যাপের রেকর্ড। আগেরটি ছিল চলতি বছরের এশিয়া কাপে পাক-ভারত লড়াই। যেখানে এই দুই অ্যাপে মোট এক কোটি ৪০ লাখ মানুষ খেলা উপভোগ করেছিল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাক-ভারত ম্যাচটি সরাসরি সম্প্রচার করেছে স্টার স্পোর্টস। টিভি পর্দায় সেই সংখ্যাটা আরও অনেক অনেক বেশি। যদিও তার হিসাবটা পাওয়া যায়নি।

মেলবোর্নে পাক-ভারত লড়াইয়ের আগে
ম্যাচ সেরা : দলকে জিতিয়ে কাঁদলেন কোহলি

ডিজনি ও হটস্টার অ্যাপ তাদের হিসাবে বলছে, পাক-ভারত ম্যাচের প্রথম বলটি যখন পেসার ভুবনেশ্বর করেন, তখন ম্যাচের দর্শক ছিল ৩৬ লাখ। পাকিস্তানের ব্যাটিং ইনিংস শেষ হওয়ার পর তা দাঁড়ায় এক কোটি দশ লাখে। কোহলির ব্যাটিং ঝড়ে ভারত যখন জয়ের পথে, তখন ম্যাচের দর্শকের সংখ্যা পৌঁছায় ১ কোটি ৮০ লাখ।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com