অনলাইন মোবাইল গেম পাবজি খেলতে নেপালে পৌঁছেছেন বাংলাদেশি যুবকরা। রোববার (১৯ মে) ‘এ ওয়ান ই-স্পোর্টস’ পেজ থেকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
এ ওয়ান ই-স্পোর্টস জানায়, ‘আপনারা পাশে ছিলেন, পিতা-মাতার দোয়া ও মহান আল্লাহপাকের খাস রহমত ছিল বলেই এতটা পথ এসেছি। দোয়া রাখবেন আমাদের জন্য, দেশের পতাকা নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে আমরা ইতোমধ্যে নেপালে অবস্থান করছি।’
পাবজি বিশ্বের অন্যতম বিখ্যাত অনলাইন মোবাইল গেম। প্রতিদিনই প্রায় তিন কোটি ব্যবহারকারী গেমটি খেলে থাকে। জনপ্রিয় এই গেমটি নিয়ে প্রতিবছরই বিশ্বের বিভিন্ন জায়গায় ই-স্পোর্টস টুর্নামেন্টের আয়োজন করে থাকে মোবাইল গেমটির নির্মাতা প্রতিষ্ঠান। এবার সেই ধারাবাহিকতায় নেপালে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবজি মোবাইল সুপার লিগ (পিএমএসএল) স্প্রিং ২০২৪।
বড় এই ই-স্পোর্টস ইভেন্টে এবার অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশের ‘এ ওয়ান ই-স্পোর্টস’। আগামী ২২ মে থেকে ১৫ জুন পর্যন্ত নেপালে এ খেলা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ছাড়াও নেপাল, পাকিস্তান, মঙ্গোলিয়া, উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান ও রাশিয়ার ই-স্পোর্টস টিম এতে অংশগ্রহণ করবে।
বাংলাদেশ থেকে ‘এ ওয়ান ই-স্পোর্টস’ ছাড়াও আরেকটি দল এখানে অংশগ্রহণ করবে। পাবজি মোবাইল সুপার লিগের সেন্ট্রাল ও সাউথ এশিয়ার দলগুলোকে নিয়ে হওয়া এই টুর্নামেন্টের সর্বমোট প্রাইজপুল বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি ৩২ লাখ টাকা।
নেপালে হওয়া এই আসরের সেরা ৪টি দল আবার সরাসরি সৌদি আরবে অনুষ্ঠিত পাবজি ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করার সুযোগ পাবে। এ বছর জুলাই মাসে প্রথমবারের মতো ‘পাবজি ওয়ার্ল্ড কাপ’ অনুষ্ঠিত হতে যাচ্ছে সৌদি আরবে। যার সর্বমোট প্রাইজমানি থাকছে প্রায় ৩৫ কোটি টাকা।
বাংলাদেশে ই-স্পোর্টসে অনেক প্রতিবন্ধকতা থাকলেও এদেশের ইস্পোর্টস খেলোয়াড়রা এগিয়ে যাচ্ছে। উল্লেখ্য, ২০২১ সালে এ ওয়ান ইস্পোর্টস বাংলাদেশের প্রথম দল হিসেবে প্রথমবারের মতো পাবজি মোবাইলের গ্লোবাল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিল দুবাইতে।
গেমিং ও ইস্পোর্টস ইন্ডাস্ট্রি বর্তমানে সিনেমা বা সংগীত ইন্ডাস্ট্রির চেয়েও অনেক বড়। নতুন জামানার এই ইন্ডাস্ট্রিকে ইতিবাচকভাবে ভাবার সময় এসেছে। বিশ্বের সব দেশই ই-স্পোর্টস নিয়ে এগিয়ে যাচ্ছে। এশিয়ার অন্য দেশগুলো ই-স্পোর্টসকে সরকারিভাবে স্বীকৃতি দিচ্ছে। এমনকি মালয়েশিয়ার মতো দেশে ই-স্পোর্টসকে জাতীয় বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাম্প্রতিক সময়ে তার দেশের গেমার ও ই-স্পোর্টস অ্যাথলেটদের সঙ্গে এ শিল্পটিকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে বৈঠক করেছেন। সুতরাং বাংলাদেশেরও উচিত সম্ভাবনাময় ইন্ডাস্ট্রিকে নিয়ে যতাযত নীতিমালার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া।
মন্তব্য করুন