আমন্ত্রণমূলক আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) লাল দল। ‘বিকেএসপি কাপ’ নামে আন্তর্জাতিক এ প্রতিযোগিতা প্রথমবারের মতো আয়োজন করেছিল বিকেএসপি।
সোমবার (২৯ এপ্রিল) বিকেলে বিকেএসপির জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে বিকেএসপি লাল দল ৩-০ সেটে নেপালের রুরাল মিউনিসিপ্যালিটি ভলিবল দলকে পরাজিত করে শিরোপা জয়ের উল্লাসে মাতে।
প্রথম সেট ২৫-১৩ পয়েন্টে জিতে নেয় বিকেএসপি লাল দল। পরের সেটে তুলনামূলক প্রতিদ্বন্দ্বিতা হয় বটে, কিন্তু বিকেএসপি লাল দলের জয় রুখতে পারেনি অতিথিরা। এ সেটের স্কোরলাইন ছিল ২৫-২১। তৃতীয় সেটে ম্যাচটা শেষ করে দিলেও এ জন্য বেশ ঘাম ঝরাতে হয়েছে স্বাগতিকদের। ২৭-২৫-এ সেট জিতে শিরোপা নিশ্চিত করে বিকেএসপি লাল দল।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। এ সময় বিকিএসপির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৬ দিনের এ প্রতিযোগিতায় বিকেএসপির দুটি দল ছাড়াও মালদ্বীপ পুলিশ ক্লাব ও নেপাল রুরাল মিউনিসিপ্যালিটি ভলিবল দল অংশগ্রহণ করে।
মন্তব্য করুন