আরও একটি দুর্দান্ত জয়ে উইম্বলডনের টানা পাঁচ শিরোপা জেতার আরও কাছে পৌঁছে গেলেন সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ী নোভাক জোকোভিচ। অষ্টম বাছাই ইতালির ইয়ানিক সিনারকে সরাসরি সেটে হারিয়ে বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন সার্বিয়ান তারকা।
গতকাল শুক্রবার অল ইংল্যান্ড সেন্টার কোর্টে প্রথম সেমিফাইনালে ইয়ানিক সিনারকে ৬-৩, ৬-৪, ৭-৬ (৭/৪) গেমে হারিয়ে উইম্বলডন ফাইনালে উঠেছেন জোকোভিচ। এ পথে যুক্তরাষ্ট্রের ক্রিস এভার্টকে ছাড়িয়ে রেকর্ড ৩৫ তম গ্র্যান্ড স্লামের ফাইনাল নিশ্চিত করেন ৩৬ বছর বয়সি টেনিস তারকা।
উইম্বলডন জিতলে রেকর্ড ২৪তম শিরোপার মালিক হবেন জোকোভিচ। এ ছাড়া ফাইনালে জিতলেই সুইডিশ টেনিস তারকা রজার ফেদেরারের আট উইম্বলডন শিরোপার পাশে বসবেন দ্বিতীয় বাছাই সার্ব তারকা।
প্রথম সেটে ইতালিয়ান সিনারকে ৬-৩ গেমে উড়িয়ে দেন জোকোভিচ। দ্বিতীয় সেটে কিছুটা ঘুরে দাঁড়ান অষ্টম বাছাই সিনার। তবে হারের ব্যবধান কমান ৬-৪ গেমে হেরে। তৃতীয় সেটে জোকোভিচের চেয়ে এগিয়েও গিয়েও টাইব্রেকারে সার্ব তারকার কাছে হার মানেন ইতালিয়ান তরুণ ইয়ানিক সিনার।
আগামী রোববার ফাইনালে টেনিসের পুরুষ শীর্ষ বাছাই স্পেনের কার্লোস আলকারানের বিপক্ষে। যিনি দ্বিতীয় সেমিফাইনালে রাশিয়ার দানিল মেদভেদেভকে ৬-৩, ৬-৩, ৬-৩ গেমে পরাজিত করেন।
মন্তব্য করুন