সোনালী ব্যাংককে ছাড়াই আজ বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) শুরু হতে যাচ্ছে গ্রিন ডেলটা প্রিমিয়ার হকি লিগ। উদ্বোধনী ম্যাচে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব খেলবে ঊষা ক্রীড়াচক্রের বিপক্ষে। আরেক ম্যাচে আবাহনীর প্রতিপক্ষ দিলকুশা।
আবাহনীকে হারিয়ে ক্লাব কাপ শিরোপা জিতেছে মেরিনার্স। ২০২১ সালে ক্লাব কাপের পর লিগ শিরোপাও ঘরে তুলেছিল দলটি। এবার মেরিনার্সের জোড়া সাফল্যের পুনরাবৃত্তি রোধে মরিয়া আবাহনী। ভারতীয় কোচ সিদ্ধার্থ মায়ুর পান্ডেকে উড়িয়ে আনছে ধানমন্ডির ক্লাবটি। কিন্তু প্রথম ম্যাচের আগে বিদেশি খেলোয়াড় এখনো নিশ্চিত করতে পারেনি আকাশি-হলুদরা। গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো বিদেশি খেলোয়াড়ের বিষয় নিশ্চিত করতে পারেননি ক্লাবসংশ্লিষ্টরা।
ক্লাব কাপ ফাইনালে মেরিনার্সের কাছে হারের পর গোটা আবাহনী শিবির হতাশ। এ নিয়ে টানা দুটি ক্লাব ফাইনাল হারল ক্লাবটি। লিগ শুরুর আগে ওসব অবশ্য ভুলে যেতে চান দলের ফরোয়ার্ড রোমান সরকার।
তিনি কালবেলাকে বলেন, ‘যেটা হয়ে গেছে ওটা নিয়ে ভেবে তো আর লাভ নেই। আমরা পেছনের বিষয়গুলো ভুলে লিগে মনোযোগ দিচ্ছি। খেলোয়াড়দের ওপর কর্মকর্তাদের পূর্ণ আস্থা আছে। আশা করছি, আমরা নিজেদের সঠিকভাবে মেলে ধরে লিগ শিরোপা জয় করতে পারব।’
ঊষার জন্য এ লিগটা নতুন সূচনা হতে যাচ্ছে। ২০১৮ সালের লিগ না খেলায় প্রথম বিভাগে নেমে গিয়েছিল ক্লাবটি। প্রথম বিভাগ লিগের চ্যাম্পিয়ন হিসেবে প্রিমিয়ারে ফিরেছে ঊষা। নতুন পথচলার মৌসুমে খুব ভালো দল গড়তে পারেনি ক্লাবটি। তারপরও বিদেশিদের নিয়ে ভালো করার বিষয়ে ঊষার কর্মকর্তারা আশাবদী।
মন্তব্য করুন