একদম হঠাৎ করেই বাংলাদেশের আর্চারির পোস্টার বয় রোমান সানা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ আর্চারি ফেডারেশনকে চিঠি দিয়ে তার অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
অবসরের কারণ হিসেবে অবশ্য চিঠিতে ব্যক্তিগত কারণকে উল্লেখ করেছেন তিনি। তার অবসরের চিঠি পাওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজিবউদ্দিন আহমেদ।
রাজিব উদ্দিন আহমেদ প্যারা আরচ্যারির কাজে বর্তমানে দুবাইতে রয়েছেন। সেখান থেকে তিনি দেশের একটি সংবাদমাধ্যমকে জানান, ‘রোমান ব্যক্তিগত কারণে জাতীয় দলের হয়ে আর খেলতে চায় না। আমাদের বিষয়টি জানিয়েছে।’
রোমানের সঙ্গে অবশ্য ফেডারেশনের বেশ কিছু দিন ধরেই দূরত্ব ছিল। সেই অভিমান থেকেই এই সিদ্ধান্ত কি না এমন প্রশ্নের উত্তরে ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘এখানে মান অভিমানের কিছু নেই। সে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছে।’
বেশ কিছুদিন ধরেই অবশ্য বাজে পারফরম্যান্সের ভেতর দিয়ে যাচ্ছিলেন রোমান। যে কারণে গত ফেব্রুয়ারিতে ইরাকের বাগদাদে অনুষ্ঠিত এশিয়ান আর্চারি প্রতিযোগিতার বাংলাদেশ দলে রাখা হয়নি তাকে।
খুলনায় জন্মগ্রহণ করা রোমান সানা ২০১৯ সালে বাংলাদেশের প্রথম আর্চার হিসেবে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জেতেন। একই বছর ফিলিপাইনে অনুষ্ঠিত এশিয়া কাপ র্যাঙ্কিং টুর্নামেন্টের ব্যক্তিগত ইভেন্টেও স্বর্ণপদক জেতেন।
২০২০ টোকিও অলিম্পিকে রোমান সানা নিজ যোগ্যতায় খেলেছিলেন। যা বাংলাদেশের জন্য বিশাল অর্জন ছিল।
মন্তব্য করুন