একাধিক ক্লাব মুখ ফিরিয়ে নেওয়ায় ৬ দলের ক্লাব কেবলই আনুষ্ঠানিকতার আয়োজনে পরিণত হয়েছে। নিয়মরক্ষার আসরে একটি করে জয়ের পরই সেমিফাইনাল নিশ্চিত করে নিয়েছে মেরিনার্স, আবাহনী, মোহামেডান ও ঊষা।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে অ্যাজাক্স এসসিকে ৫-২ গোলে হারিয়ে আবাহনীকে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ঊষা ক্রীড়াচক্র। প্রথম ম্যাচে আবাহনীর পর এটি ছিল অ্যাজাক্সের টানা দ্বিতীয় হার। যা মৌসুম শুরুর আসর থেকে দলটির বিদায় নিশ্চিত করেছে।
‘এ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ পুলিশকে ৫-১ গোলে হারিয়ে মেরিনার্সকে নিয়ে সেমিফাইনাল নাম লেখায় মোহামেডান। মেরিনার্সের পর মোহামেডানের বিপক্ষে হারে বিদায় নিশ্চিত হয় পুলিশের। দুই গ্রুপে ঊষা-আবাহনী এবং মেরিনার্স-মোহামেডান ম্যাচগুলো গ্রুপ সেরা নির্ধারক হয়ে দাঁড়িয়েছে।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ঊষার হয়ে জোড়া গোল করেছেন হাসান যুবায়ের নিলয় এবং আরশাদ হোসেন। আরেকটি গোল এসেছে তৈয়ব আলীর স্টিক থেকে। অ্যাজাক্সের দুটি গোল করেছেন রাকিবুল ও তানজিম।
একই ভেন্যুতে দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ পুলিশের বিপক্ষে মোহামেডানের আমিরুল ইসলাম জোড়া গোল করেছেন। এছাড়া স্কোর-শিটে নাম লেখান দ্বীন ইসলাম ইমন, শফিউল আলম শিশির এবং আশরাফুল আলম। পুলিশের পক্ষে একমাত্র গোলটি করেছেন আহসান হাবীব। নিজেদের প্রথম ম্যাচে মেরিনার্সের কাছে ২-০ গোলের হেরেছিল বাংলাদেশ পুলিশ।
মঙ্গলবার বিকেল চারটায় মোহামেডানের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার্স। সন্ধ্যা ৬টায় শুরু হবে আবাহনী-ঊষা ম্যাচ। ম্যাচ দুটির মাধ্যমে নির্ধারিত হবে মৌসুম সূচনার আসরের সেমিফাইনালের লাইনআপ। দলবদলের হিসেবে চার শীর্ষ দল— আবাহনী, মেরিনার্স, মোহামেডান ও ঊষার বড় পরীক্ষা হতে যাচ্ছে ওইদিন।
মন্তব্য করুন