প্রথমবারের মতো টেস্ট সংস্করণে নিরপেক্ষ আম্পায়ারিং করতে যাচ্ছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট ও ওয়ানডে সিরিজের জন্য আইসিসির পক্ষ থেকে দায়িত্ব পেয়েছেন তিনি। আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এরপর ২ ফেব্রুয়ারি থেকে হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। পুরো সফরে মাঠের ও টিভি আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে বাংলাদেশি এই আম্পায়ারকে।
বিসিবির আম্পায়ার্স কমিটির একটি সূত্র কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আগে ওয়ানডে সংস্করণে নিরপেক্ষ আম্পায়ারিং করেছিলেন সৈকত। এবার টেস্টেও ডাক পেয়েছেন তিনি।
করোনার পরবর্তী সময়ে আইসিসির বিশেষ নিয়মে বাংলাদেশের ৯টি টেস্টে আম্পায়ারিং করেছিলেন সৈকত। সেই পারফরম্যান্সে আইসিসি ইমার্জিং প্যানেলে সুযোগ মেলে তার। এরপর ভারতে হওয়া ওয়ানডে বিশ্বকাপেও কয়েকটি ম্যাচে ফিল্ড আম্পায়ারিং করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে টেস্ট সংস্করণে কখনো নিরপেক্ষ হিসেবে দায়িত্ব পালন করা হয়নি সৈকতের। এবার সে সুযোগ এসেছে তার। প্রথমবার টেস্টে নিরপেক্ষ আম্পায়ারিংয়ের সুযোগ এলো তার। প্রথম টেস্টে তৃতীয় আম্পায়ার হিসেবে থাকলেও ব্রিজবেনে দিবারাত্রীর টেস্টে থাকবেন ফিল্ড আম্পায়ার।
মন্তব্য করুন