খুন হয়েছেন লন্ডন ও রিও ডি জেনেরিও অলিম্পিকে অংশগ্রহণকারী উগান্ডার অ্যাথলেট বেঞ্জামিন কিপলাগাত। পাশের দেশ কেনিয়ার এলদোরেত শহরের রিফট ভ্যালির উপকণ্ঠে ছুরিকাঘাতে হত্যা করা হয় ৩৪ বছর বয়সী দৌড়বিদকে। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে কেনিয়ার পুলিশ।
উগান্ডার সংবাদমাধ্যম ‘ডেইলি মনিটর’ জানিয়েছে কিপলাগাতকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
গত শনিবার (৩০ ডিসেম্বর) রাতে কেনিয়ার এলদোরেত শহরে একটি গাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় কিপলাগাতকে। শহরটির স্থানীয় পুলিশ কমান্ডার স্টিফেন ওকাল বলেছেন, ‘কিপলাগাতের ঘাড়ে ছুরিকাঘাতের গভীর ক্ষত রয়েছে। যা দেখে পুলিশ ধারণা কেরছে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আমরা ইতোমধ্যেই এ ঘটনার তদন্ত শুরু করেছি এবং কর্মকর্তারা সূত্র খুঁজতে মাঠে নেমেছেন।
World Athletics is shocked and saddened to hear of the passing of Benjamin Kiplagat. We send our deepest condolences to his friends, family, teammates and fellow athletes. Our thoughts are with them all at this difficult time. https://t.co/x74j5xRvex pic.twitter.com/XvW8k5Gwss — World Athletics (@WorldAthletics) December 31, 2023
কিপলাগাতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উগান্ডার ক্রীড়া প্রতিমন্ত্রী পিটার ওগওয়াং। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টু্ইটার) শোক জানিয়ে তিহনি বলেন, ‘আমাদের দেশের অন্যতম সেরা ক্রীড়াবিদ বেঞ্জামিন কিপলাগাতের মৃত্যুর খবরে আমরা ব্যথিত। শোনা যাচ্ছে ওকে খুন করা হয়েছে। ওর পরিবার, সমস্ত উগান্ডাবাসী এবং পূর্ব আফ্রিকার মানুষের প্রতি সমবেদনা। আন্তর্জাতিক মঞ্চে বহু বার উগান্ডার প্রতিনিধিত্ব করেছে ও।’
নির্মম এ হত্যাকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে বিশ্ব অ্যাথলেটিকস সংস্থা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বিবৃতি সংস্থাটি জানিয়েছে, ‘বেঞ্জামিন কিপলাগাতের মৃত্যুর খবরে বিশ্ব অ্যাথলেটিকস সংস্থা গভীরভাবে শোকাহত। তার পরিবার, স্বজন এবং সতীর্থদের প্রতি সহমর্মিতা রইল। এই কঠিন সময়ে আমরা তাদের পাশেই আছি।’
মূলত উগান্ডায় আসন্ন অ্যাথলেটিকস প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে কেনিয়ার এলদোরাতে অনুশীলনে গিয়েছিলেন কিপলাগাত। দীর্ঘ ১৮ বছরের বর্ণিল ক্যারিয়ারে ২০০৮ বিশ্ব জুনিয়র অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৩০০০ মিটার স্টিপলচেজে রুপা জিতেছিলেন তিনি। ২০১২ আফ্রিকান চ্যাম্পিয়নশিপে জিতেছিলেন ব্রোঞ্জ। এছাড়া ২০১২ লন্ডন অলিম্পিকে সেমিফাইনালে উঠেছিলেন কিপলাগাত। ২০১৬ রিও ডি জেনিরো অলিম্পিকেও অংশ নিয়েছিলেন উগান্ডার এই অ্যাথলেট।
মন্তব্য করুন