দুই বছর ধরে ব্রেইন টিউমারের সাথে লড়াইয়ের পর চিরতরে চলে গেলেন জাতীয় কাবাডি দলের সাবেক অলরাউন্ডার জাকির হোসেন। ২০১৪ থেকে ২০২১ পর্যন্ত বাংলাদেশ জাতীয় কাবাডি দলের প্রতিনিধিত্ব করেন তিনি।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে সবাইকে কাঁদিয়ে ৩৯ বছর বয়সী জাকির টিউমারের কাছে হার মানেন। মৃত্যুকালে স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায় দুই বছর আগে খেলার সময় মাথায় আঘাত পেয়েছিলেন জাকির হোসেন। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে ব্রেন টিউমারের অস্তিত্ব মেলে তার মস্তিস্কে। অস্ত্রোপচারের পর কিছু দিন ভালোও ছিলেন তিনি। তবে গত কিছু দিন আগে আবারও অসুস্থ হয়ে পড়ায় তাকে আইসিইউতে নেয়া হয়। কিন্তু এরপর তিনি আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি।
জাতীয় দলে তার সতীর্থ ও এক সময়ের অধিনায়ক মাসুদ করিম বাংলাদেশের এক অনলাইন সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের সঙ্গে খেলার সময় জাকির মাথায় আঘাত পায়। সেখান থেকেই ওর টিউমার ধরা পড়ে।’
তিনি আরও বলেন, এত অল্প সময়ে জাকির চলে যাবে সেটা মানতে পারছি না। টিমমেট হিসেবে ও অসাধারণ ছিল। আমরা এক সঙ্গে জাতীয় দলের হয়ে অনেক ম্যাচ খেলেছি।
সাতক্ষীরার গ্রামের বাড়িতে জাকিরের মরদেহ দাফন সম্পন্ন হয়েছে।
মন্তব্য করুন