এশিয়ান গেমস হকিতে গ্রুপপর্বের ম্যাচে উজবেকিস্তানকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। দেশসেরা পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ আশরাফুল ইসলামের জোড়া গোলের পাশাপাশি একটি করে গোল করেছেন আরশাদ হোসেন ও আমিনুল ইসলাম।
শনিবার (৩০ সেপ্টেম্বর) এশিয়ান হকির গ্রুপপর্বের ম্যাচে চীনের হ্যাংজুতে স্থানীয় সময় বিকেলে মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানকে হারায় বাংলাদেশ।
ম্যাচের প্রথম কোয়ার্টারের ১০ মিনিটে লিড পায় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে গোল করেন আশরাফুল ইসলাম। দ্বিতীয় কোয়ার্টারে ১৭ মিনিটে রুসলান করিমভ গোল করে সমতা ফেরান উজবেকিস্তানকে। চার মিনিট পরই আবারও এগিয়ে যায় আশরাফুলরা। এবার ফিল্ড গোল করেন আরশাদ হোসেন। ২৬ মিনিট ওবলোকুলভ জোনিবেক জালের দেখা পেলে স্কোরলাইন দাঁড়ায় ২-২।
তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে একটি করে গোল করে জিতেই মাঠ ছেড়েছে রোমান সরকারের দল। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি থেকে নিশানাভেদ করেন আশরাফুল ইসলাম। ৫২তম মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে আমিরুল গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।
আগামীকাল এশিয়ান গেমস হকির নিজেদের পঞ্চম ও গ্রুপপর্বের শেষ ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন জাপানের কাছে ৭-২ এবং এশিয়াডের সবচেয়ে সফল দল পাকিস্তানের কাছে ৫-২ গোলে হেরেছে বাংলাদেশ।
মন্তব্য করুন