ইউএস ওপেন গ্র্যান্ডস্লামে অঘটনের শিকার হয়েছেন পোলিশ নারী টেনিস তারকা ইগা শিয়াওতেক। প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডে লাটভিয়ার ইয়েলেনা ওস্তাপেঙ্কোর কাছে হেরে বিদায় নেন মেয়েদের টেনিসের এই শীর্ষ খেলোয়াড়।
সোমবার (৪ সেপ্টেম্বর) নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোর বিলি জিন কিং টেনিস সেন্টারে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডের ম্যাচে ইয়েলেনা ওস্তাপেঙ্কোর কাছে ৬-৩, ৩-৬, ১-৬ সেটে হেরে বিদায় নেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইগা শিয়াওতেক।
গতবারের চ্যাম্পিয়ন শিয়াওতেক প্রথম সেটেই লাটভিয়ার ওস্তাপেঙ্কোকে হারান। তবে পরের দুই সেটে টেনিসের ২০তম বাছাই লাটভিয়ার নারীর সঙ্গে আর পেরে ওঠেননি পোলিশ টেনিস তারকা। চতুর্থ রাউন্ড পর্যন্ত প্রথম তিন ম্যাচে একটি সেটও হারের মুখ দেখেননি শিয়াওতেক। এর আগেও তিনবার সামনাসামনি মুখোমুখি হয়েছিলেন ওস্তাপেঙ্কো-শিয়াওতেক। তবে একবারও সিয়াওতেককে হারাতে পারেননি লাটভিয়ান তরুণী। এমনকি এবারও প্রথম সেট ৬-৩ এ জিতে যান টেনিসের শীর্ষ বাছাই।
দ্বিতীয় ও তৃতীয় সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান ওস্তাপেঙ্কো। ৬-৩, ৬-১ ব্যবধানে টানা দুই সেটে ম্যাচ জিতে নেন লাটভিয়ার টেনিস খেলোয়াড়। তবে এই হারে শুধু ইউএস ওপেন থেকে ছিটকে গেলেন না; মেয়েদের টেনিসের র্যাংকিংয়ের শীর্ষস্থানও হারাবেন শিয়াওতেক। পোলিশ তরুণীর জায়গায় নতুন হালনাগাদ র্যাংকিংয়ের শীর্ষস্থানে উঠে আসবেন বেলারুশের আরিয়ানা সাবালেঙ্কা। আর তাতেই ৭৫ সপ্তাহ ধরে শীর্ষস্থান ধরে রাখার সমাপ্তি ঘটবে শিয়াওতেকের।
পুরুষদের এককের কোয়ার্টার ফাইনালে উঠেছেন সর্বোচ্চ গ্র্যান্ডস্লাম জয়ী নোভাক জোকোভিচ। চতুর্থ রাউন্ডে ক্রোয়েশিয়ার বোর্না গোয়োকে ৬-২, ৭-৫, ৬-৪ গেমে হারিয়েছেন টেনিসের দ্বিতীয় শীর্ষ বাছাই। শেষ আটের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিৎজের বিপক্ষে লড়বেন সার্বিয়ান টেনিস তারকা।
মন্তব্য করুন