ভারত বিশ্ব কাবাডির পরাশক্তি। দেশটির বিপক্ষে বাংলাদেশের হার প্রত্যাশিতই ছিল। এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে প্রতিবেশী দেশটি কাছে ৬৪-২৩ পয়েন্টের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বিকেলে মালয়েশিয়াকে হারিয়ে ঘুরেও দাড়িয়েছে লাল-সবুজরা।
ইরানে আজই শুরু হয়েছে সাত জাতির এশিয়ান চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনের সকালের সেশনের প্রথম ম্যাচে স্বাগতিক ইরান ৫৮-১৩ পয়েন্টে উড়িয়ে দিয়েছে ইরাককে। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল থাইল্যান্ড ও মালয়েশিয়া। ম্যাচে মালয়েশিয়াকে ৪৫-২৪ পয়েন্টে হারিয়েছে থাইরা।
এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে টানা চারবারের চ্যাম্পিয়ন ভারত। এবারের আসরেও ফেভারিট দেশটি। ২০২২ এশিয়ান গেমসের নারী কাবাডিতেও স্বর্ণপদক জিতেছে ভারত। ইরানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে ভারত ও ইরানকে এগিয়ে রেখেছিলেন বাংলাদেশ কোচ শাহনাজ পারভীন মালেকা। সাবেক এ খেলোয়াড়ের কণ্ঠে ব্রোঞ্জ পদক জয়ের প্রত্যয় ছিল। এ জন্য গ্রুপ পর্বে থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের বিকল্প ছিলনা। বিকেলের সেশনে মালয়েশিয়াকে ৫২-১২ পয়েন্টে হারিয়ে কাজটা অর্ধেক সেরে রেখেছে বৃষ্টি-শ্রাবণীরা।
সাত দল দুই গ্রুপে বিভক্ত হয়ে এবারের এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করছে। ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও মালয়েশিয়া। ‘বি’ গ্রুপে আছে স্বাগতিক ইরান, নেপাল ও ইরাক। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে খেলবে। আগামীকাল শুক্রবার (৭ মার্চ) দুটি সেমিফাইনাল ও ৮ মার্চ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন