মন্টেনিগ্রোর পেট্রোভাক শহরে চলমান বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের নবম রাউন্ডের খেলা শেষে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৯ খেলায় সাড়ে ৫ পয়েন্ট অর্জন করেছেন। আসরে দেশের আরেক প্রতিনিধি আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ৯ খেলায় ৫ পয়েন্ট সংগ্রহ করেছেন।
নবম রাউন্ডের খেলায় তাহসিন তাজওয়ার জিয়া কানাডার আন্তর্জাতিক মাস্টার আতানাসোভ এন্তোনির সঙ্গে ড্র করেন। কালো ঘুঁটি নিয়ে কুইন্স পন ওপেনিংয়ের কোলে সিস্টেমের খেলায় ৩১ চালে আতানাসোভ এন্তোনির সঙ্গে ড্র করেন তাহসিন। আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় কাজাখস্তানের ফিদে মাস্টার আখিলবে ইমানগালির সঙ্গে ড্র করেছেন। নীড় কালো ঘুঁটি নিয়ে সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতি অবলম্বন করে ফোর নাইটস বিশ্লেষণ ধারার বিরুদ্ধে খেলে খেলায় ২৪ চালের মাথায় ড্র করেন।
দশম রাউন্ডের খেলায় ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার প্রতিপক্ষ কাজাখস্তানের আন্তর্জাতিক মাস্টার আনসাট আলদিয়ার। মনন রেজা নীড়ের প্রতিপক্ষ স্লোভাকিয়ার আন্তর্জাতিক মাস্টার বোচনিক্কা ভ্লাদিমির।
মন্তব্য করুন