নতুন মহাপরিচালক পেল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। এ মাসের গোড়ার দিকে দায়িত্ব নিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এবিএম শেফাউল কবীর। তিনি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সামছ এ খানের স্থলাভিষিক্ত হয়েছেন।
২০১১ সালে বিওএতে মহাপরিচালক পদ সৃষ্টি হয়েছিল। প্রথম মহাপরিচালক ছিলেন কর্নেল (অব.) ওয়ালী উল্লাহ। পরবর্তী সময়ে ব্রিগেডিয়ার জেনালেন (অব.) ফখরুদ্দিন হায়দার এবং সদ্য বিদায়ী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সামছ এ খান মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। বিওএর সর্বোচ্চ প্রশাসনিক পদ হচ্ছে মহাপরিচালক। সরকার, বিভিন্ন ক্রীড়া ফেডারেশন এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করার পাশাপাশি নির্বাহী কমিটির নানা সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ করে থাকেন মহাপরিচালক।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এবিএম শেফাউল কবীর রংপুর জিলা স্কুল ও রংপুর ক্যাডেট কলেজ থেকে পড়াশোনা শেষ করে ১৯৯০ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন লাভ করেন। কর্মজীবনে তিনি কমান্ড, স্টাফ, ইন্সট্রাক্টর হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। অবসর গ্রহণের আগে ন্যাশনাল ডিফেন্স কলেজের সেক্রেটারি এবং ইবিআরসিতে কমান্ড্যান্টের দায়িত্ব পালন করেন।
মন্তব্য করুন