‘তারুণ্যের উৎসবে বিকেএসপি’—এ প্রতিপাদ্য সামনে রেখে শুরু হলো পঞ্চম বিকেএসপি কাপ বক্সিং প্রতিযোগিতা। দুদিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম।
মহাপরিচালক দেশে চলমান তারুণ্যের উৎসবের সঙ্গে সবাইকে এক হওয়ার আহ্বান জানান এবং প্রতিযোগিতার সাফল্য কামনা করেন। তিনি যুব সমাজকে খেলাধুলায় উজ্জীবিত করে সুন্দর সমাজ গড়ারও কথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান, বিকেএসপি আঞ্চলিক শাখার ভারপ্রাপ্ত উপপরিচালক জান্নাত রেহানা ফেরদৌসী ও বক্সিং বিভাগের সব কোচ।
তিন দিনের এ প্রতিযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা, ক্লাব, বিশ্ববিদ্যালয় দলের মোট ২২ দলের ৯০ জন বক্সার অংশগ্রহণ করছেন। বিকেএসপি কাপ বক্সিং প্রতিযোগিতা বিকেএসপি ছাড়াও অন্যান্য খেলোয়াড়ের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজক কমিটি মনে করে। বিকেএসপির সপ্তম আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহী। প্রথম কোনো প্রতিযোগিতাকে ঘিরে তারুণ্যদীপ্ত বক্সারদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এ প্রশিক্ষণ কেন্দ্রে।
মন্তব্য করুন