তারুণ্যের উৎসবে আয়োজিত যুব কাবাডি প্রতিযোগিতার জাতীয় পর্বের সেমিফাইনাল লাইনআপ চূড়ান্ত হয়েছে। আগামীকাল বালক ও বালিকা—দুই বিভাগের চার সেমিফাইনালের পর অনুষ্ঠিত হবে দুটি ফাইনাল ম্যাচ।
বালক বিভাগের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে লালমনিরহাট-বগুড়া। দ্বিতীয় সেমিতে সিলেটের প্রতিপক্ষ বিকেএসপি। বালিকা বিভাগে প্রথম সেমিফাইনালে নড়াইল খেলবে জয়পুরহাটের বিপক্ষে। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বরিশাল-রাঙামাটি। বালক ও বালিকা উভয় বিভাগে প্রথম সেমিফাইনাল সকাল ৯টা ও দ্বিতীয় সেমিফাইনাল সকাল ১০টায় শুরু হবে। বিকেল ৩টায় বালক বিভাগের ফাইনাল, ৪টায় শুরু হবে বালিকা বিভাগের ফাইনাল ম্যাচ।
১৫ ফেব্রুয়ারি শুরু হয় যুব কাবাডির জাতীয় পর্বের খেলা। বালক বিভাগে ১৭ ও বালিকা বিভাগে ১৬ দল অংশগ্রহণ করে। দুই বিভাগেই প্রাথমিক পর্বের খেলা হয়েছে চার গ্রুপে। জাতীয় পর্বে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্য থেকে বালক বিভাগে ৫০ জন এবং বালিকা বিভাগে ৫০ জন খেলোয়াড় বাছাই করা হবে। পরবর্তী সময়ে যাদের দীর্ঘমেয়াদি অনুশীলন কার্যক্রমে রাখা হবে বলে জানিয়েছেন আয়োজক বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কর্মকর্তারা।
মন্তব্য করুন