শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩২
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৯ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

যুব কাবাডি যে স্বপ্ন দেখাচ্ছে

যুব কাবাডির দৃশ্য। ছবি : সংগৃহীত
যুব কাবাডির দৃশ্য। ছবি : সংগৃহীত

প্রতিযোগিতা শুরুর আগে ওজন মাপার জন্য জাতীয় স্টেডিয়ামে ভীড় করেছিলেন কুস্তিগীররা। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সরগরম জিম্যোস্টিকস নিয়ে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) শুরু হতে যাওয়া জাতীয় অ্যাথলেটিকস ঘিরে ব্যস্ততাও চোখে পড়ল। স্টেডিয়াম কমপ্লেক্সের পল্টন ময়দান আলো ঝলমলে ছিল যুব কাবাডি প্রতিযোগিতা ঘিরে। দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে প্রাণচাঞ্চল্য ফিরেছে ক্রীড়াঙ্গনে।

নারী ও পুরুষ বিভাগে ১৬ করে ৩২ দল নিয়ে শনিবার শুরু হয়েছে যুব কাবাডির জাতীয় পর্ব। এ পর্ব অনেক উদীয়মান খেলোয়াড়কে নতুন স্বপ্ন দেখাচ্ছে। যারা জাতীয় খেলাকে ঘিরে নতুন স্বপ্ন দেখছেন, তাদের একজন রাঙামাটি থেকে আসা নিকাল চাকমা।

‘২-৩ বছর ধরে কাবাডি খেলছি। রাঙামাটিতে একাধিক কোচের অধীনে আমার মত খেলোয়াড়রা বিভিন্ন ডিসিপ্লিনে খেলে থাকেন। আমি তেমনই এক কোচের অধীনে খেলে মজা পেয়েছি। তার পর থেকে নিয়মিত খেলছি। আমাদের ওখানে আমার মত ১০-১২ জন আছে; তারা কাবাডির পাশাপাশি ফুটবলও খেলে থাকেন। এখানে এসে, কাবাডি সংক্রান্ত স্বপ্নটা নতুন রঙ পেয়েছে’—রোববার কালবেলাকে বলেন সুঠাম দেহের নিকাল চাকমা।

ময়মনসিংহ জেলা দলকে প্রতিনিধিত্ব করা মুক্তগাছার মোয়াজ্জেম রহমান অভি বলেন, ‘ময়মনসিংহে ২ বছর ধরে কাবাডি খেলছি। এখানকার পরিবেশ খুবই সুন্দর। আমরা যারা মফস্বল থেকে এখানে এসেছি, তাদের অনেকে আয়োজন দেখে বিস্মিত। জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা খেলোয়াড়দের অনেকে এখন কাবাডির এ আয়োজন দেখে খেলাটি ঘিরে নতুন স্বপ্ন দেখছেন। এ পর্বে ভাল করতে পারলে আমাদের জাতীয় যুব দলে খেলার সুযোগ হবে—এটা সবাইকে উজ্জীবিত করছে।’

খাগড়াছড়ির কাবাডি দলের কোচ অংসা মারমা জানালেন, বিভিন্ন ডিসিপ্লিনের মেয়েদের সমন্বয়ে দল গড়ে কাবাডি খেলতে এসেছি। খেলার পর মেয়েদে অনেকে জাতীয় খেলার প্রতি আগ্রহী। অংসা মারমার কথায়, ‘পবর্ত্য অঞ্চলে একজন খেলোয়াড় নানা ডিসিপ্লিনে খেলে থাকেন। আমাদের এ কাবাডি দলের মেয়েরা মূলত ফুটবল খেলে, কেউ অ্যাথলেটিকসও খেলছে। কিন্তু যুব কাবাডি প্রতিযোগিতায় খেলে তাদের অনেকে বেশ মজা পাচ্ছে। একাধিক মেয়ে বলছে, স্যার আমরা কাবাডিতে থিতু হতে চাই। এটা ইতিবাচক দিক।’

এ কোচ আরও বলেন, ‘আমরা কোন অনুশীলনের সুযোগ পায়নি, তৃনমূলে বিনা অনুশীলনে নেমেই মেয়েরা পরিপক্কতা দেখিয়েছে। তাদের যে আগ্রহ, সেটা ধরে রাখতে হলে সুযোগ-সুবিধা প্রদান করা প্রয়োজন। আশা করছি, সেদিকে কাবাডি ফেডারেশন দৃষ্টি দেবে।’

অনূর্ধ্ব-১৮ বয়স বিভাগে আয়োজিত যুব কাবাডি প্রতিযোগিতা নিয়ে আশাবাদী বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ, ‘এখানে কিছু খেলোয়াড় এসেছেন, যারা সুঠাম দেহের অধিকারী। আমাদের কোচরা প্রতিভাববান খেলোয়াড়দের ওপর তীক্ষ্ম দৃষ্টি রাখছেন। আশা করছি, এ আসর দিয়ে একঝাক প্রতিভাববান খেলোয়াড় পাওয়া যাবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবির হারুনের ‘সুইস ব্যাংক’ ঠিকাদার সাদেক ও এসএস গ্রুপ

খিলগাঁওয়ে ভয়াবহ আগুন / সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়ে : ফায়ার সার্ভিস

ছাত্রদল-ছাত্রশিবিরের নেতাদের ইলিয়াসের হুঁশিয়ারি

ভিসা বাণিজ্য / ইতালি দূতাবাসের কর্মকর্তা ও আ.লীগ নেতাসহ আটক ৫

ভাঙ্গায় আমি সোনা ফলাব : বাবুল 

চলন্তিকায় নিজ বইয়ে অটোগ্রাফ দিচ্ছেন আমিনুল

ভিসির বাসভবনে তালা ঝুলিয়ে আন্দোলন চালানোর ঘোষণা শিক্ষার্থীদের

রিকেলটনের দুর্দান্ত সেঞ্চুরিতে আফগানদের উড়িয়ে দিল প্রোটিয়ারা

ট্রাম্পের পরিকল্পনা ঠেকাতে জড়ো হচ্ছেন আরব নেতারা

চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি, বড়াইগ্রাম থানার ওসি প্রত্যাহার

১০

স্ত্রীকে ধর্ষণের ভয়ংকর প্রতিশোধ, যুবককে ডেকে নিয়ে হত্যা

১১

জুলাই বিপ্লবের শহীদদের রক্ত বৃথা যাবে না : অ্যাটর্নি জেনারেল

১২

রাশমিকার কাছে পাত্তাহীন দীপিকা-প্রিয়াংকা

১৩

বাধার মুখে কনসার্ট বন্ধ, জঙ্গলে লুকিয়ে ছিল ব্যান্ড কৃষ্ণপক্ষ

১৪

বগুড়ায় ট্রাকচাপায় নিহত ৩

১৫

নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

১৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে সমর্থন করছে চীন

১৭

পুলিশের জালে হাতেনাতে ধরা সেই ‘লেডি ডন’ জয়া

১৮

রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯

একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রবেশে বাধা, মান্নার ক্ষুব্ধ প্রতিক্রিয়া

২০
X