ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৩ এএম
অনলাইন সংস্করণ

জাতীয় পর্বে কাবাডির মহাযজ্ঞ

ছবি: কালবেলা
ছবি: কালবেলা

তারুণ্যের উৎসবে বিভিন্ন ক্রীড়া ফেডারেশন নানা কার্যক্রম হাতে নিয়েছে বটে, বেশিরভাগই দায়সারা। এ উৎসব ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। উৎসবকে দেখা হচ্ছে আগামীর পথচলা মসৃণ করার মঞ্চ হিসেবে, যার অংশ হিসেবে দেশব্যাপী অনূর্ধ্ব-১৮ বয়স বিভাগে যুব কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ ক্রীড়াযজ্ঞের জাতীয় পর্ব শুরু হচ্ছে শনিবার।

দেশের ৬১ জেলায় আয়োজিত হয়েছে প্রাথমিক পর্বের খেলা। সে পর্বে অংশগ্রহণ করেছে ৩৩৯ উপজেলা দল। বালক বিভাগে অংশগ্রহণ করেছে ৩৩১ দল, বালিকা বিভাগে অংশগ্রহণকারী দলসংখ্যা ১৯৮। দুই বিভাগে অংশগ্রহণকারী দলসংখ্যা ৫২৯। বালক বিভাগে অংশগ্রহণকারীর সংখ্যা ৪ হাজার ৬৩৪, বালিকা বিভাগে অংশগ্রহণকারীর সংখ্যাটা ২ হাজার ৭৭২। আসরে মোট অংশগ্রহণকারীর সংখ্যা ৭ হাজার ৪০৬ জন। বড় এ সংখ্যা থেকে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের লক্ষ্য বালক বিভাগে ৫০ ও বালিকা বিভাগে ৫০ জন প্রতিভাববান খেলোয়াড় বাছাই করা। মনোনীত ১০০ খেলোয়াড়কে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন খেলাটির নিয়ন্তারা।

এ প্রসঙ্গে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বলেছেন, ‘কাবাডিবিশ্বের সেরা দলগুলো চলছে আধুনিক ধ্যান-ধারণায়। হাল আমলের পরিকল্পনা নিয়ে তাদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা অসম্ভব। এজন্য প্রয়োজন আধুনিক ধ্যান-ধারণাসমৃদ্ধ খেলোয়াড়, কোচ, টেকনিক্যাল অফিসিয়াল।’

তিনি আরও বলেন, ‘জাতীয় ফেডারেশন হিসেবে আমাদের কাজ হচ্ছে বৈশ্বিক আসরে লড়াই করার মতো অবস্থা তৈরি করে দেওয়া। আশা করছি, যুব কাবাডি থেকে একঝাঁক প্রতিভাবান খেলোয়াড় পাওয়া যাবে। পরবর্তী সময়ে আমরা কোচ এবং অন্যান্য টেকনিক্যাল অফিসিয়াল তৈরির দিকে মনোযোগ দেব।’

তৃণমূল পর্যায়ের প্রতিযোগিতার পরের ধাপে ছিল জোনাল পর্ব। আট জোনে বিভক্ত হয়ে বিভিন্ন দল এ পর্বে অংশগ্রহণ করেছে। বালক ও বালিকা উভয় বিভাগে আট জোনের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল জাতীয় পর্বে অংশগ্রহণ করছে। শিরোপার চূড়ান্ত লড়াই হবে এ পর্বে। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহসভাপতি হাফিজুর রহমান খান মনে করেন, খেলাটির ভিত মজবুত করতে হলে তৃণমূলে যেতে হবে; শুরু করতে হবে শিশু বয়স থেকে।

‘তৃণমূল কার্যক্রমে গতিশীলতা আনতে নির্দিষ্ট একটা তহবিল গঠন করা জরুরি। শিশুদের মধ্যে কাবাডি ছড়িয়ে দিতে পারলে খেলাটির ভিত মজবুত হবে। তখন স্বয়ংক্রিয়ভাবেই এগোবে খেলাটি। আমরা তেমন পরিকল্পনা নিয়েই এগোচ্ছি’—বলছিলেন হাফিজুর রহমান খান। যুব কাবাডি প্রতিযোগিতার জাতীয় পর্বের বিস্তারিত তথ্য জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসএম নেওয়াজ সোহাগ এবং হাফিজুর রহমান খান ছাড়া উপস্থিত ছিলেন তারুণ্যের উৎসবে কাবাডির অরগানাইজিং কমিটির হেড অব মার্কেটিং ওয়াহিদ মুরাদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শততম ম্যাচে দুঃস্বপ্ন, কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন নেইমার

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি

ঢাকা মহানগর আ.লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেপ্তার

ইউল্যাবের ফেয়ার প্লে টি২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

প্রবাসে গিয়ে ২৬ দিনের মাথায় লাশ হলেন মিনহাজ

এবার প্রতারণার মামলায় মডেল মেঘনা আলম গ্রেপ্তার 

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষ বদলি

রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত

বায়ুদূষণে ঢাকা বিশ্ব চ্যাম্পিয়ন 

১০

সংঘবদ্ধ ধর্ষণ মামলা তুলে নিতে যুবদল নেতার হুমকি

১১

চিত্রশিল্পীর বাড়িতে অগ্নিসংযোগ, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৬

১২

ইসরায়েলের ইরান হামলার পরিকল্পনা ভেস্তে দিলেন ট্রাম্প

১৩

পিরোজপুরে ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার

১৪

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৫

পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ ব্লকেড কর্মসূচি আজ

১৬

আল-আকসার ভাগাভাগি শুরু?

১৭

মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে চাচা-ভাতিজার মৃত্যু

১৮

দুপুরের মধ্যে ঢাকায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

১৯

বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট ভাই

২০
X