বিশ্ব ক্রীড়াঙ্গনে সোমবার (১০ ফেব্রুয়ারি) কয়েকটি ইভেন্ট রয়েছে। ত্রিদেশীয় সিরিজের ম্যাচে আজ মাঠে নামবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
একনজরে দেখে নেওয়া যাক টিভিতে আজ যেসব খেলা দেখা যাবে তার সময়সূচি
ক্রিকেট :
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ
নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা
সকাল সাড়ে ১০টা, টি স্পোর্টস ও পিটিভি স্পোর্টস
এফএ কাপ :
ডনকাস্টার-ক্রিস্টাল প্যালেস
রাত ১–৪৫ মিনিট, সনি স্পোর্টস টেন ২
লা লিগা :
ওসাসুনা-মায়োর্কা
রাত ২টা, জিএক্সআর ওয়ার্ল্ড ওয়েবসাইব
মন্তব্য করুন