কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকা সেনানিবাসে ৩ দিনব্যাপী ‘৫১তম আগা খাঁন গোল্ড কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৮টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বিমানবাহিনী প্রধান।
অনুষ্ঠানে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এই টুর্নামেন্টে দেশি-বিদেশি খেলোয়াড়সহ সর্বমোট ৫০০ জন গলফার অংশগ্রহণ করবেন।
এ সময় উপস্থিত ছিলেন- প্রিন্স আগা খান শিয়া ইমামি ইসমাইলি কাউন্সিল ফর বাংলাদেশের প্রেসিডেন্ট মাদাদ আলী ভিরানি, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, কমান্ড্যান্ট, ন্যাশনাল ডিফেন্স কলেজ ও ভাইস প্রেসিডেন্ট, কুর্মিটোলা গলফ ক্লাব, ব্রিগেডিয়ার জেনারেল মো. তৌহিদ হোসেন, এসজিপি, এনডিসি, পিএসসি, ক্লাব ক্যাপ্টেন, কুর্মিটোলা গলফ ক্লাব, ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবসরপ্রাপ্ত), টুর্নামেন্ট ডিরেক্টর, কুর্মিটোলা গলফ ক্লাব, নির্বাহী কমিটির সদস্যরা, কর্নেল মো. শহিদুল হক (অবসরপ্রাপ্ত), প্রধান নির্বাহী কর্মকর্তা, কুর্মিটোলা গলফ ক্লাব, কর্নেল এস এম সাজ্জাদ হোসেন, বিএসপি, এসপিপি, পিপিএম, এএফডব্লিউসি, পিএসসি, ক্লাব সচিব, কুর্মিটোলা গলফ ক্লাব, অধ্যাপক শাহীন মাহবুবা হক, লেডি ক্যাপ্টেন, কুর্মিটোলা গলফ ক্লাব, কুর্মিটোলা গলফ ক্লাব, বাংলাদেশ বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা হিজ হাইনেস প্রিন্স আগা খান শিয়া ইমামি ইসমাইলি কাউন্সিল ফর বাংলাদেশের ফোর্স এবং সদস্যরা।
কুর্মিটোলা আগা খান গোল্ডকাপ গলফ টুর্নামেন্টের কো-স্পন্সর হিসেবে ছিল মমতাজ হারবাল প্রোডাক্টস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জেডএক্সওয়াই ইন্টারন্যাশনাল, বোম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড, স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কোম্পানি এবং বেঙ্গল গ্লাস ওয়ার্কস লিমিটেড, ALCO অ্যালুমিনিয়াম, হাবিব ব্যাংক লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স, সিনার্জিজ বাংলাদেশ।
শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন