ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

কাবাডি টেস্টে ফিরছে বাংলাদেশ

বাংলাদেশ কাবাডি দল । ছবি: সংগৃহীত
বাংলাদেশ কাবাডি দল । ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে ১৯৭৪ সালে প্রথম কাবাডি টেস্ট খেলার পর দ্বিতীয়টির নথি খুঁজে পাওয়া যায়নি। ১৯৭৯ সালে অ্যাওয়ে সিরিজ খেলতে দল পাঠানো হয়েছিল বটে, রেকর্ড ঘেঁটে কোনো ফল পাওয়া যায়নি। সে হিসাবে অফিসিয়াল টেস্ট ম্যাচ বলতে ওই ১৯৭৪ সালই স্বীকৃত। ৫০ বছর পর কাবাডি টেস্টে ফিরছে বাংলাদেশ।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের অ্যাডহক কমিটি হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে কাবাডি টেস্ট খেলার উদ্যোগ নিয়েছে। প্রথম ধাপে থাকছে শ্রীলঙ্কার বিপক্ষে হোম টেস্ট। ১৮ থেকে ২৮ ফেব্রুয়ারি দেশটির বিপক্ষে পাঁচ ম্যাচ খেলবে বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশকে অফিসিয়ালি বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা কাবাডি ফেডারেশন। হোমে খেলার পর অ্যাওয়ে টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। শুধু শ্রীলঙ্কা নয়, ভারত, পাকিস্তান, নেপাল, ইরাকসহ অন্যান্য দেশের বিপক্ষেও এমন দ্বিপক্ষীয় টেস্ট খেলার পরিকল্পনার কথা জানালেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।

‘আন্তর্জাতিক পরিমণ্ডলে লড়াই করতে হলে প্রথমে নিজেদের সক্ষমতা যাচাই করতে হবে। টেস্ট ম্যাচ খেলে সক্ষমতা যাচাই করা যাবে, সেইসঙ্গে আমাদের খেলোয়াড়রা পরিণত হয়ে উঠবেন, যা বাংলাদেশ কাবাডির উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ কারণেই আমরা হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে টেস্ট খেলার সিদ্ধান্ত নিয়েছি’—কালবেলাকে বলছিলেন এস এম নেওয়াজ সোহাগ।

১৯৭৪ সালে ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্ট খেলা সুবিমল চন্দ্র দাস ও আমির হোসেন পাটোয়ারী কাবাডিতে এখনো সক্রিয়। স্মৃতি হাতড়ে তারা ১৯৭৪ সালের পর কোনো টেস্ট সিরিজের ফল মনে করতে পারলেন না। জানা গেছে, ১৯৭৫, ১৯৭৬ ও ১৯৭৭ সালে টেস্টের জন্য ক্যাম্প করা হয়েছিল বটে, কিন্তু শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। ১৯৭৯ সালে অ্যাওয়ে টেস্ট খেলতে একটা দল ভারতে গিয়েছিল। কিন্তু কোনো ম্যাচের ফল খুঁজে পাওয়া যায়নি।

শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে—এখনো নিশ্চিত হয়নি। বাংলাদেশ কাবাডি ফেডারেশন থেকে জানানো হয়েছে, ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন ভেন্যুকে বিবেচনায় নেওয়া হচ্ছে। দেশের পরিস্থিতি এবং পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সম্পর্কে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেছেন, ‘আমাদের উদ্দেশ্যে জাতীয় দলের উন্নয়ন। উন্নয়ন পরিকল্পনা এমনভাবে সাজানোর চেষ্টা চলছে, যাতে দেশের কাবাডিতে জাগরণ সৃষ্টি করা যায়। এজন্য ঢাকার বাইরের বিভিন্ন ভেন্যুকে বিবেচনায় রাখা হয়েছে। এখনো অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনেই দুদকের ৫ অভিযান

নির্বাচিত সরকারের মাধ্যমেই সংবিধান সংশোধন হওয়া উচিত : দুলু

পবিত্র শবে মেরাজের তারিখ জানা গেল 

সারদায় প্রশিক্ষণরত ৮ এসআইকে অব্যাহতি, একাডেমি ছাড়ার নির্দেশ

আসিফ, হাসনাত ও সারজিসের ফেসবুক আইডি কোথায়?

তামাক কোম্পানির ছেলে ভোলানো গল্প ও বাস্তবতা

সিলেট সীমান্তে ভারতীয় দুই নাগরিক আটক

খুলনার শীর্ষ সন্ত্রাসী নূর আজিমসহ গ্রেপ্তার ৫

মাগুরা অটিস্টিক বিদ্যালয়ের নিজস্ব ভবনে কার্যক্রম শুরু

ছাত্রদল রাষ্ট্র কাঠামো মেরামতের কাজ করবে : ব্যারিস্টার অমি

১০

যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা, নিহত ১০ 

১১

বিচারপতির কাছে চাঁদা দাবি, যুবদল নেতা গ্রেপ্তার

১২

‘বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে’

১৩

‘সুষ্ঠু নির্বাচন করলে অন্তর্বর্তী সরকারের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে’

১৪

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

১৫

‘দেশের জনগণের সঙ্গে হঠকারিতা করেননি জিয়াউর রহমান’

১৬

পিএসএলের ড্রাফটে সাকিব-মোস্তাফিজসহ ৩০ বাংলাদেশি!

১৭

স্বপ্ন দেখালেও পাঁচ মাসে উল্লেখযোগ্য পরিবর্তন নেই : ফয়জুল করীম

১৮

প্রধান শিক্ষকের গাফিলতিতে অনিশ্চয়তায় ৫৩ পরীক্ষার্থী

১৯

ডিজিটাল ডিসপ্লেতে ভেসে উঠল ‘আ.লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

২০
X