বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ‘মহান বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৪’-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ঢাকার পল্টনে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘মহান বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৪’ এর ফাইনাল ম্যাচে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩০-২৭ গোলের ব্যবধানে বাংলাদেশ আনসার ও ভিডিপিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
চ্যাম্পিয়ন দলের পক্ষে বিজিবির নায়েক মো. তারিকুর রহমান শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন।
এর আগে গত ২৫ ডিসেম্বর শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ‘মহান বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৪’ শুরু হয়। প্রতিযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি, টিম হ্যান্ডবল ঢাকা, জাতীয় জুনিয়র হ্যান্ডবল দল এবং জাতীয় ইয়ুথ হ্যান্ডবল দলসহ মোট ০৬টি দল অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় গত ২৬ ডিসেম্বর সকালে বর্ডার গার্ড বাংলাদেশ ৩৭-০৬ গোলের ব্যবধানে টিম হ্যান্ডবল ঢাকাকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। একই দিন সন্ধ্যায় বিজিবি ৩৩-১৮ গোলের ব্যবধানে বাংলাদেশ পুলিশকে পরাজিত করে প্রতিযোগিতার ফাইনালে ওঠে।
এরই ধারাবাহিকতায় আজ সকালে বর্ডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশ আনসারের মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
মন্তব্য করুন