ভারতের দাবার বিস্ময় বালক ডোম্মারাজু গুকেশ ইতিহাস গড়লেন সবচেয়ে কম বয়সে বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়ে। দাবার কিংবদন্তি গ্যারি কাসপারভকে টপকালেন তিনি এ জয়ের মাধ্যমে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত ২০২৪ ফিদে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ফাইনালে ১৮ বছর বয়সের গুকেশ বর্তমান চ্যাম্পিয়ন ডিং লিরেনকে ৭.৫-৬.৫ পয়েন্টে হারিয়ে শিরোপা জিতেছেন। চূড়ান্ত ১৪তম গেমে উত্তেজনাপূর্ণ লড়াইয়ের পর, ডিংয়ের শেষ মুহূর্তের একটি ভুলের সুযোগ নিয়ে গুকেশ তার স্বপ্নপূরণ করলেন।
১৪তম গেমের আগে ম্যাচটি সমতায় ছিল এবং ডিং, সাদা ঘুঁটি নিয়ে খেলায়, টাইব্রেকারের জন্য একটি ড্র পেলেই সন্তুষ্ট থাকতেন। টাইব্রেকারে তার দ্রুত দাবার উচ্চ রেটিং তাকে বাড়তি সুবিধা দিত। কিন্তু ৫৫তম চালে ভুল করে তার রুক (নৌকা) এফ২-তে রাখেন, যা গুকেশকে জয়ের সুযোগ দেয়। তিন চাল পরেই গুকেশ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
বিশ্ব চ্যাম্পিয়নশিপের ইতিহাসে গুকেশ হলেন দ্বিতীয় ভারতীয়, বিশ্বনাথন আনন্দের পর যিনি এই মর্যাদাপূর্ণ শিরোপা জিতলেন। দীর্ঘ ১২ বছর পর আবারও বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা ভারতের মাটিতে ফিরল।
গত বছর ইয়ান নেপোমনিয়াচ্চিকে পরাজিত করে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া ডিং এই পরাজয়ে ভেঙে পড়েন। নিজের ভুল সম্পর্কে তিনি বলেন, ‘ভুলটা বুঝতে আমার একটু সময় লেগেছিল। আমি মনে করি, এই বছর আমি আমার সেরা টুর্নামেন্ট খেলেছি। আমার কোনো আফসোস নেই। আমি খেলা চালিয়ে যাব।’
জয়ের মুহূর্তে আবেগাপ্লুত গুকেশ ডিংকে শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘ডিং লিরেন সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন। তিনি সত্যিকারের চ্যাম্পিয়নের মতো লড়াই করেছেন। আমি ডিং এবং তার দলের জন্য খুবই দুঃখিত।’
নিজের সেরা মুহূর্তটি বর্ণনা করতে গিয়ে গুকেশ বলেন, ‘ডিংয়ের ভুলটি ছিল আমার জীবনের সেরা মুহূর্ত।’
তিনি তার বাবা-মা এবং দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘এই জয় আমার জীবনের সবকিছু। এটা আমার কাছে সবকিছু।’
মন্তব্য করুন