মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ০৭:২৬ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০১:৫৮ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ থেকে এক ম্যাচ দূরে বাংলাদেশ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হকির যুব বিশ্বকাপ সম্ভাবনা জিইয়ে রাখতে চীনের বিপক্ষে ন্যূনতম ড্র প্রয়োজন ছিল। জুনিয়র এশিয়া কাপের নাটকীয় ম্যাচে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপের সম্ভাবনা উজ্জ্বল করেছে লাল-সবুজরা। প্লে-অফ ম্যাচে থাইল্যান্ডকে হারালেই মিলবে বিশ্বকাপের টিকিট।

ওমানের মাসকাটে অনুষ্ঠিত ম্যাচের প্রথম দুই কোয়ার্টার ছিল গোলশূন্য। তৃতীয় কোয়ার্টারে গিয়ে দুই দল গোল করেছে। ৪১ মিনিটে ফিল্ড গোলে বাংলাদেশকে এগিয়ে দেন মোহাম্মদ আলী। লিড ধরে রাখা গেছে ৩ মিনিট। পরের মিনিটে ইউবো ওয়াংয়ের পেনাল্টি কর্নার গোলে সমতায় আসে চীন। পরবর্তী সময়ে দারুণ সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। কিন্তু আমিরুল ইসলাম পেনাল্টি স্ট্রোক থেকে গোল করতে ব্যর্থ হওয়ায় সে সুযোগ কাজে লাগানো যায়নি। শেষদিকে পেনাল্টি কর্নার থেকে গোল করে উৎসবে মেতেছিল চায়নিজরা। ভিডিও আম্পায়ার গোল বাতিল করলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। গত জুনে ওমানেই অনুষ্ঠিত জুনিয়র এএইচএফ কাপের ফাইনালে চীনকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

গোটা ম্যাচে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেছেন বাংলাদেশের গোলরক্ষক মোহাম্মদ নয়ন। চীন একের পর এক আক্রমণ করলেও আস্থার সঙ্গে অধিকাংশ প্রচেষ্টা রুখে দিয়েছেন তিনি। তারপরও ম্যাচসেরার পুরস্কার উঠেছে অধিনায়ক মেহরাব হোসেনের হাতে। ‘বি’ গ্রুপে চার ম্যাচ থেকে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করেছে বাংলাদেশ। স্থান নির্ধারণী ম্যাচে ‘এ’ গ্রুপের চতুর্থ স্থান পাওয়া থাইল্যান্ডের মোকাবিলা করবে মওদুদুর রহমান শুভর দল। জুনিয়র এএইচএফ কাপের শিরোপা জয়ের পথে থাইল্যান্ডকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ।

জুনিয়র এশিয়া কাপ হকি থেকে ৬ দল যুব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। থাইল্যান্ডকে হারাতে পারলে পঞ্চম থেকে ষষ্ঠ স্থান নির্ধারণী প্লে-অফ ম্যাচের যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ। সে ম্যাচ হারলেও বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে লাল-সবুজরা। ২০২৫ সালের ডিসেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ২৪ দলের যুব বিশ্বকাপ।

বিশ্বকাপ খেলার সম্ভাবনা উজ্জ্বল হলেও এখনই উৎসব করছে না বাংলাদেশ দলের সদস্যরা। এ সম্পর্কে দলের ম্যানেজার কাওসার আলী ওমানের মাসকাট থেকে মোবাইল ফোনে কালবেলাকে বলেন, ‘একের পর এক সুযোগ তৈরি করলেও আমরা সেগুলো কাজে লাগাতে পারিনি। পেনাল্টি স্ট্রোক থেকেও গোল করতে পারিনি আমরা। ম্যাচের এ বিষয়গুলো নিয়ে দল-সংশ্লিষ্ট সবার মাঝে হতাশা কাজ করছে। এ কারণে আমরা এখনই উদযাপন করছি না।’ তিনি আরও বলেন, ‘বিশ্বকাপ খেলার কাছাকাছি আছি আমরা। সেটা নিশ্চিত করতে দেশবাসীর কাছে দোয়া চাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কূটনৈতিকদের নিরাপত্তা নিশ্চিতে ভারত সরকার ব্যর্থ : ছাত্রদল

ভারতে সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ববিতে বিক্ষোভ মিছিল

এআইইউবি’র মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন বিভাগের আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠান

ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আন্ত-বিশ্ববিদ্যালয় রিসার্চ পোস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত

আগরতলায় সহকারী হইকমিশনে হামলা, প্রতিবাদে জবিতে বিক্ষোভ

সামাজিক দায়বদ্ধতা তহবিল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

‘এখন সবাই মুক্তভাবে কথা বলতে পারছেন’

ভেড়ামারায় শিক্ষা কর্মকর্তা অবরুদ্ধ

সিএমপির পাঁচ কর্মকর্তাকে বদলি

১০

‘আ.লীগের মাত্রাতিরিক্ত বাড়াবাড়ির কারণে তাদের এ শোচনীয় পরিণতি’

১১

বর্ষসেরা শব্দ ‘ব্রেন রট’: টিকটক ও রিলসের সঙ্গে কী সম্পর্ক?

১২

‘ভারতকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে’

১৩

মেহেরপুরের শহীদ আবু সাঈদ ক্লাবে হামলা-ভাঙচুর

১৪

ভারতে সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় উত্তাল ঢাবি

১৫

বাজারে বিক্রির সময় টিসিবির ৩০ বস্তা চাল জব্দ

১৬

সেন্টমার্টিনে ভেসে এলো যুবকের মরদেহ

১৭

ইসরায়েলকে ‘গণহত্যায় দায়ী বর্ণবাদী রাষ্ট্র’ ঘোষণা অক্সফোর্ড ইউনিয়নের

১৮

সব সরকারি চাকরিতে আবেদন ফি ২০০ করার দাবি

১৯

টি-টোয়েন্টি দলে সুপ্তা-সুমনা

২০
X