যুব এশিয়া কাপ হকিতে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ। ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে লাল-সবুজদের হারের ব্যবধান ছিল ৬-০।
ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত ম্যাচের প্রথম কোয়ার্টারে বাংলাদেশ তুলনামূলক আক্রমণাত্মক কৌশলে খেলেছে। এ সময় তিন পেনাল্টি কর্নার (পিসি) আদায় করলেও কাজে লাগানো যায়নি। প্রথম কোয়ার্টার গোলশূন্যই কেটেছে।
দ্বিতীয় কোয়ার্টারে জোড়া গোল করে এগিয়ে যায় পাকিস্তান। সুফিয়ান খানের পিসি গোলের রেশ কাটার আগেই ফিল্ড গোলে স্কোরলাইন ২-০ করেন মোহাম্মদ আম্মাদ। তৃতীয় কোয়ার্টারে আরও দুই গোল করে পাকিস্তান। ৩২ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন সুফিয়ান খান। ৪৩ মিনিটে দলের চতুর্থ গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন সেই সুফিয়ান খানই। এ ড্রাগফ্লিকারের তিনটি গোলই এসেছে পিসি থেকে।
ম্যাচের চতুর্থ কোয়ার্টারে ফিল্ড গোলে স্কোরলাইন ৫-০ করেছেন ওয়ালিদ রানা। ম্যাচের অন্তিম মুহূর্তে ফিল্ড গোল থেকে পাকিস্তানকে ৬-০ ব্যবধানে এগিয়ে দেন জাকারিয়া হায়াত।
দুই ম্যাচে এটি পাকিস্তানের টানা দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে চীনকে ৭-২ গোলে হারিয়েছে দেশটি। অন্যদিকে জয়ে শুরুর পর এ ম্যাচ দিয়ে হারের তেতো স্বাদ পেল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ওমানকে ৩-১ গোলে হারিয়েছিল লাল-সবুজরা। বাকি দুই ম্যাচে মালয়েশিয়া ও চীনের মোকাবিলা করবে বাংলাদেশ। বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে হলে বাকি দুই ম্যাচের অন্তত একটি জিততে হবে। ১০ দলের যুব এশিয়া কাপ থেকে সরাসরি পাঁচ দল যুব বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে। যুব বিশ্বকাপের আয়োজক ভারত শীর্ষ পাঁচে থাকলে অতিরিক্ত আরেকটি দলের সামনে সুযোগ তৈরি হবে।
মন্তব্য করুন