ম্যাক্স জাতীয় সাঁতার প্রতিযোগিতায় দলগত শ্রেষ্ঠত্ব সোমবারই নিশ্চিত করেছিল নৌবাহিনী। গতকাল শেষ দিনে আনুষ্ঠানিকতা সম্পন্ন করল সংস্থাটি। চার দিনের আসরে মোট ১০ রেকর্ড হয়েছে।
৩২ স্বর্ণ, ২৬ রুপা ও ১২ ব্রোঞ্জ পদক নিয়ে সেরা দলের খেতাব জিতল নৌবাহিনী। তৃতীয় দিন শেষে ২৪ স্বর্ণপদক জিতে শীর্ষে ছিল দলটি। ৪২ ইভেন্টের আসরে যা দলগত সেরার জন্য যথেষ্ট। সেনাবাহিনী ১০ স্বর্ণ, ১৫ রুপা এবং ২৩ ব্রোঞ্জ জিতে দলগতভাবে দ্বিতীয় স্থান পেয়েছে। নৌবাহিনী এবং সেনাবাহিনী ছাড়া কোনো দল স্বর্ণপদক পায়নি। দল দুটির বাইরে পদক তালিকায় নাম লেখাতে পেরেছে দুই দল- বিকেএসপি (১ রুপা ও ৭ ব্রোঞ্জ) এবং বিমানবাহিনী (১ ব্রোঞ্জ)।
৫ স্বর্ণজয়ের পথে তিন জাতীয় রেকর্ড গড়া সামিউল ইসলাম রাফি সেরা সাঁতারুর স্বীকৃতি পেয়েছেন; নৌবাহিনীর এ সাঁতারুর অর্জনের খাতায় একটি ব্রোঞ্জও ছিল। নারী বিভাগে সেরা সাঁতারুর স্বীকৃতি পেয়েছেন একই বাহিনীর যূথী আক্তার। ৪ স্বর্ণজয়ের পথে ৩টি রেকর্ড গড়েছেন তিনি। একটি রুপাও জিতেছেন যূথী। গতকাল শেষ দিনে দুটি রেকর্ড হয়েছে। নারীদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে নৌবাহিনীর যূথী আক্তার এবং ছেলেদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে কাজল মিয়া রেকর্ড দুটি গড়েন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।
মন্তব্য করুন