ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর আধিপত্য চলছেই। তৃতীয় দিনে নিষ্পত্তি হওয়া ১০ ইভেন্টে সাত স্বর্ণপদক জিতেছে সংস্থাটি। বাকি তিন স্বর্ণপদক জিতেছে সেনাবাহিনী। এ নিয়ে ৩২ ইভেন্টের মধ্যে ২৪ স্বর্ণ জিতল নৌবাহিনী।
তৃতীয় দিনের একটি মাত্র রেকর্ড হলো, সেটা ছেলেদের ৪ গুণিতক ২০০ মিটার ফ্রিস্টাইল রিলে ইভেন্টে। নৌবাহিনীর কাজল মিয়া, মাহমুদুন্নবী নাহিদ, সামিউল ইসলাম রাফি ও আসিফ রেজাকে নিয়ে গড়া দল ৮ মিনিট ০.৫১ সেকেন্ড সময় নিয়ে এ রেকর্ড গড়ে। গত বছর গড়া আগের রেকর্ড (৮ মিনিট: ০৬.০১ সেকেন্ড) ছিল নৌবাহিনীরই গড়া।
ছেলেদের ১৫০০ মিটার ফ্রিস্টাইলে বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহমেদ এবং ৫০ ব্রেস্ট স্ট্রোকে একই সংস্থার সুকুমার রাজবংশী স্বর্ণ জিতেছেন। ১০০ মিটার বাটার ফ্লাইয়ে নৌবাহিনীর মাহমুদুন্নবী নাহিদ, ৫০ মিটার ফ্রি স্টাইলে একই সংস্থার আসিফ রেজা স্বর্ণ জিতেছেন। নৌবাহিনীর সোনিয়া আক্তার ৮০০ মিটার ফ্রিস্টাইলের পর ১০০ মিটার বাটারফ্লাইয়ে স্বর্ণ জিতেছেন। ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে স্বর্ণ জিতেছেন সেনাবাহিনীর মুক্তি খাতুন। নারীদের ৪ গুণিতক ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে স্বর্ণ জিতেছেন নৌবাহিনীর অ্যানি আক্তার, সোনিয়া খাতুন, যূথী আক্তার এবং সোনিয়া আক্তার। ৫০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জিতেছেন নৌবাহিনীর যূথী আক্তার।
তৃতীয় দিন শেষে নৌবাহিনীর অ্যাকাউন্টে ২৪ এবং সেনাবাহিনীর ঝুলিতে ৮ স্বর্ণ রয়েছে। আসরে পদক তালিকায় নাম তুলতে পারল আর মাত্র দুটি দল—বিকেএসপি (৫ ব্রোঞ্জ) এবং বিমানবাহিনী (১ ব্রোঞ্জ)।
মন্তব্য করুন