দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ সামনে রেখে ক্লাবগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সোমবার (১১ নভেম্বর) বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে তারা।
আসন্ন মৌসুমে আর্থিক সহায়তা বৃদ্ধির পাশাপাশি প্রতি ম্যাচেই থাকবে ম্যাচসেরার পুরস্কার। আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় বিভাগ ক্রিকেট। তার আগে ১৯ ও ২০ নভেম্বর মিরপুরে হবে দলবদল। বিসিবির একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, এবার দলগুলোর জন্য বাজেট ৪ লাখ ৭০ হাজার থেকে উন্নতি করে ৬ লাখ করা হয়েছে। জার্সির ব্যয় ৭৫ হাজার থেকে করা হয়েছে ১ লাখ টাকা। এ ছাড়াও গাড়ি ভাড়া বাবদ তারা পাবে ১১ হাজার ৫০০ টাকা।
প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়কে দেওয়া হবে ৫ হাজার টাকা। আগের মৌসুমে যেটা শুধু সুপার লিগে দেখা যেত। এবার প্রতিটি ম্যাচেই দেখা যাবে বলে নিশ্চিত করেছে সিসিডিএম। এ ছাড়াও টুর্নামেন্টের শিরোপাজয়ী দলকে দেওয়া হবে ৪ লাখ টাকা, আগে যেটা ছিল ৩ লাখ।
মন্তব্য করুন