তিনটি নতুন জাতীয় রেকর্ড সৃষ্টির মধ্যে দিয়ে শেষ হয়েছে ম্যাক্স গ্রুপ ৩৩তম জাতীয় সাঁতার প্রতিযোগিতার দ্বিতীয় দিন। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে এদিন সাঁতারের ১০টি ও ডাইভিংয়ের ১ টি ইভেন্টের পদকের নিস্পতি হয়। দ্বিতীয় দিনের ৩টি সহ এবারে আসরে এ পর্যন্ত নতুন জাতীয় রেকর্ডের সংখ্যা দাড়িয়েছে ৭। এখন পর্যন্ত ১৭ স্বর্ণ, ১৩ রৌপ্য ও ৬ ব্রোঞ্জ পদক নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ নৌ বাহিনী। ৪ স্বর্ন, ৮ রৌপৗ ও ১২ ব্রোঞ্জ নিয়ে পদক তালিকায় দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ সেনাবাহিনী। ৩ ব্রোঞ্জ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বিকেএসপি।
পুরুষদের ২০০ মিটার ব্যক্তিগত মিডলে বাংলাদেশ নৌবাহিনীর মো. সামিউল ইসলাম রাফি ০২ দশমিক ০৯:৯৯ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন। এই ইভেন্টে ২০২৩ সালে ০২ দশমিক ১০:৭৭ সেকেন্ড সময় জাতাীয় রেকর্ড গড়েছিলেন বাংলাদেশ নৌবাহিনীর কাজল মিয়া।
মহিলাদের ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ২০১৬ সালে গড়া নিজের রেকর্ড ভেঙ্গে দিনের দ্বিতীয় জাতীয় রেকর্ড গড়েন বাংলাদেশ সেনাবাহিনীর রোমানা আখতার। তিনি সময়ে নেন ০২ দশমিক ৫২:৯০ সেকেন্ড।
দিনের শেষ এবং নিজের দ্বিতীয় নতুন জাতীয় রেকর্ডটি গড়েন বাংরাদেশ নৌবাহিনীর মো. সামিউল ইসলাম রাফি। ২০২৩ সালে নিজের জাতীয় রেকর্ডটি ভেঙ্গে নতুন রেকর্ডটি গড়তে সময় নেন ০২ দশমিক ১০:৮৭ সেকেন্ড।
এছাড়া মহিলাদের ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার, পুরুষদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে বাংলাদেশ নৌবাহিনীর মো. ওমর আলা, পুরুষদের ৫০ মিটার বাটার ফ্লাইয়ে বাংলাদেশ নৌবাহিনীর মো. মাহমুদুন্নবী নাহিদ, মহিলাদের ৫০ মিটার বা্টার ফ্লাইয়ে বাংেলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার, পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইলে বাংলাদেশ নৌবাহিনীর মো. সামিউল ইমলাম রাফি, মহিলাদের ১০০ মিটার ফ্রিস্টাইলে বিাংরাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার, মহিরাদের ২০০ মিটার ব্যাকস্ট্রোকে বাংরাদেশ নৌবাহিনীর যুথী আক্তার এবং ১ মিটার স্প্রিং বোর্ড ডাইভিংয়ে বাংলাদেশ নৌবাহিনীর সাদী মোহাম্মদ মহসীন স্বর্ণ পদক অর্জন করেন।
মন্তব্য করুন