তাইওয়ান ওপেন জাতীয় স্কুল অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে তামিম হোসেনের পর পদক জিতল তাসমিয়া হোসেন।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) এ শিক্ষার্থী ট্রিপল জাম্প ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে। ব্রোঞ্জ জয়ের পথে তাসমিয়া হোসেন ১১.৭১ মিটার অতিক্রম করেছে। আসরে ছেলেদের ট্রিপল জাম্প ইভেন্টে ১৪.৭৭ মিটার লাফিয়ে স্বর্ণ জিতেছিল বাংলাদেশের আরেক জাম্পার তামিম হোসেন। দুটি পদকই এসেছে অনূর্ধ্ব-১৯ বিভাগ থেকে। তাইওয়ানের আসরে বিকেএসপি থেকে অংশ নিচ্ছে আট ক্রীড়াবিদ।
৬ নভেম্বর শুরু হওয়া আসর শেষ হচ্ছে শনিবার (৮ নভেম্বর)। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা বিকেএসপির এ দলটির সঙ্গে কোচ হিসেবে আছেন ফৌজিয়া হুদা জুঁই ও শাহাদাত হোসেন।
পদক জয়ী তাসমিয়া হোসেন বিকেএসপির দশম শ্রেণির শিক্ষার্থী, আগামীতে এসএসসি পরীক্ষা দেবেন। পায়ের ইনজুরির কারণে সে দক্ষিণ এশিয়ান জুনিয়র অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে খেলতে পারেনি। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা আট ক্রীড়াবিদের মধ্যে শনিবার শেষ ইভেন্ট খেলবে স্প্রিন্টার আজমি আক্তার। ২০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনাল খেলবে সে।
শনিবার আসরের পর্দা নামলেও বাংলাদেশ দলের সদস্যদের ঢাকায় ফেরার কথা ১১ নভেম্বর। তাইওয়ান থেকে চীনের কুনমিংয়ে ট্রানজিট শেষে ঢাকায় ফেরার কথা দলের সদস্যদের।
মন্তব্য করুন