মাঠ ও মাঠের বাইরে গন্ডগোল কিছুতেই এড়াতে পারছে না বাংলাদেশ হকি। মাঠে খেলা চলাকালে হট্টগোল দেখা যায় নিয়মিত। মাঠের বাইরেও বরাবর আলোচনায় থাকে খেলাটি। ক্রীড়াঙ্গন সংস্কারে গঠিত সার্চ কমিটি ইস্যুতে এবার আলোচনায় হকি।
ক্রীড়াঙ্গন সংস্কারে বিভিন্ন ফেডারেশন ও অ্যাসোসিয়েশন নিবীড়ভাবে পর্যবেক্ষণ করছে জোবায়েদুর রহমান রানার নেতৃত্বাধীন ৫ সদস্যের সার্চ কমিটি। এ কমিটির কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন হকি খেলোয়াড়দের একাংশ।
সাবেক হকি খেলোয়াড় এবং সার্চ কমিটির অন্যতম সদস্য মেজর (অব.) ইমরোজ আহমেদকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মোহামেডান ক্লাবের সাবেক-বর্তমান হকি খেলোয়াড়রা।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সামনে সার্চ কমিটি থেকে ইমরোজ আহমেদের অপসারণ চেয়ে মানববন্ধন করা হয়েছে। হকি খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি, সাবেক হকি খেলোয়াড় এবং সংশ্লিষ্টরা এ মানববন্ধন করেছেন। ক্রীড়া উপদেষ্টার বরাবর স্মারকলিপিও দেওয়া হয়েছে।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও এনএসসির সচিব আমিনুল ইসলাম নারী বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। স্মারকলিপিটি গ্রহণ করেন এনএসসির পরিচালক (ক্রীড়া) শামসুল আলম।
আগামী সপ্তাহে ক্রীড়া উপদেষ্টা ও সচিবের সঙ্গে সাক্ষাৎ করার কথা জানিয়েছেন হকি খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রাসেল খান বাপ্পি। এ সময় মেজর (অব.) ইমরোজ আহমেদের ওপর অভিযোগের যৌক্তিকতা তুলে ধরা হয়।
এ সময় খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক রাসেল খান বাপ্পী বলেন, ‘আমরা সার্চ কমিটির কর্মকাণ্ড এক মাস পর্যবেক্ষণ করেছি। সম্প্রতি সার্চ কমিটি হকি সংক্রান্ত সভায় কয়েকজনকে ডেকেছেন, যা আমাদের কাছে পক্ষপাতমূলক মনে হয়েছে। এজন্য আমরা অভিযোগ করছি।’
হকি ফেডারেশনের কমিটি পুনর্গঠনে বেশ কয়েকটি ক্লাবের কর্মকর্তা ও সাবেক তারকা খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেন সার্চ কমিটির কর্মকর্তারা। সে সভায় ডাক পান সাবেক হকি তারকা খেলোয়াড় মামুনুর রশীদ ও রফিকুল ইসলাম কামাল। এ দুজনকে সভায় আমন্ত্রণ জানানোয় ক্ষোভ প্রকাশ করেন হকি খেলোয়াড়দের একাংশ।
ক্রীড়া উপদেষ্টা বরাবর দেওয়া চিঠিতে বলা হয়, ‘মোহামেডান ও আবাহনীর কোনো কর্মকর্তাকে সভায় ডাকা হয়নি।’
মন্তব্য করুন