স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

সরে যাওয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলা হচ্ছে না বাংলাদেশের

কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের লোগো। ছবি : সংগৃহীত
কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের লোগো। ছবি : সংগৃহীত

ঢাকায় বসার কথা ছিল আন্তর্জাতিক কারাতে টুর্নামেন্ট ‘কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ’। সূচি অনুযায়ী ৪০টি দেশের অংশগ্রহণে আগামী ২৫ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা ছিল। তবে টুর্নামেন্টটি দক্ষিণ আফ্রিকার ডারবানে সরিয়ে নেওয়া হয়েছে। এতে হতাশা প্রকাশ করেছেন কারাতের খেলোয়াড়রা।

গত জুলাইয়ে টুর্নামেন্টটি সরিয়ে নেওয়া হয় বলে কালবেলাকে মুঠোফোনে জানান কারাতে ফেডারেশনের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন সেন্টু। তিনি বলেন, ‘দেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মাঝে তাদের সিদ্ধান্ত জানিয়ে মেইল পাঠায় কমনওয়েলথ বোর্ড। সেই মেইলে বলা হয়, টুর্নামেন্টটি বাংলাদেশ থেকে সরিয়ে দক্ষিণ আফ্রিকার ডারবানে নেওয়া হয়েছে।’

জুলাই মাসের মাঝামাঝি সময়ে অবনতি হয়েছিল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। কোটা সংস্কার আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হন অনেক ছাত্র-জনতা। সারা দেশে জারি করা হয় কারফিউ। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেটও। গণআন্দোলনের মুখে ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের।

একই কারণে বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু। বর্তমানে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক সংযুক্ত আরব আমিরাত। এবার সরে গেল কমনওয়েলথ কারাতে। ভেন্যু সরে যাওয়ায় আন্তর্জাতিক এ টুর্নামেন্টে অংশগ্রহণ করা হচ্ছে না বাংলাদেশের- এমনটা জানান কারাতে ফেডারেশনের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন সেন্টু।

তিনি বলেন, ‘মেইল পাওয়ার পরপরই আমরা ক্রীড়া মন্ত্রণালয় ও এনএসসিকে (জাতীয় ক্রীড়া পরিষদ) চিঠি দিয়ে বিস্তারিত জানিয়েছি। অর্থ সংকটের কারণে এবার এ টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ নেই বলে আমাদের জানানো হয়েছে।’

টুর্নামেন্টে অংশগ্রহণ করতে না পারা প্রসঙ্গে কারাতে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নয়না চৌধুরী মুঠোফোনে কালবেলাকে বলেন, ‘প্রথমত প্রস্তুতির বিশাল একটা ঘটতি রয়েছে। এ জন্য অংশগ্রহণ করার সুযোগ কম। এ ছাড়া আর্থিক বিষয়ও রয়েছে। টুর্নামেন্ট সরে যাওয়ায় আমরা ক্ষতির মুখে পড়েছি।’

এমনিতেই বাংলাদেশের কারাতে খেলোয়াড়রা আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার সুযোগ কম পান। ঘরের মাঠে টুর্নামেন্ট বলে বড় স্বপ্ন ছিল কারাতেকাদের। তবে টুর্নামেন্টটি সরে যাওয়ায় বাংলাদেশের কারাতেকারা অনেক বড় সুযোগ হারাল বলে মনে করেন এসএ গেমসের স্বর্ণজয়ী মারজান আক্তার প্রিয়া বলেন, ‘দেশে আসরটি হলে জুনিয়র, কাডেট ও সিনিয়র পর্যায়ে সব খেলোয়াড়ই অংশগ্রহণ করতে পারত। আমি বলব, ভেন্যু পরিবর্তন হওয়ায় বাংলাদেশ বড় একটা সুযোগ হারাল।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ক্রিকেটে বাড়ছে সুযোগ-সুবিধা

ডিসি কর্তৃক সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণে সাতক্ষীরা প্রেস ক্লাবের প্রতিবাদ

নরসিংদীতে ছেলের দায়ের আঘাতে প্রাণ গেল মায়ের

পদ্মা থেকে ৭ ব্যারেল চোরাই ডিজেল উদ্ধার, গ্রেপ্তার ২

ফাইনালে রংপুর, অপেক্ষায় ঢাকা মেট্রো ও খুলনা

মেট্রোরেল যাত্রীদের সুখবর দিল ডিএমটিসিএল

চাঁদা না দেওয়ায় কারখানা মালিককে শ্বাসরোধে হত্যা

মেছো বিড়াল হত্যার অপরাধে আসামি গ্রেপ্তার

অটোরিকশাকে লাইসেন্সের আওতায় আনা হবে : ডিএমপি কমিশনার

কিশোরগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠানে অতিথি ছাত্রলীগ নেতা

১০

গাইবান্ধায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ৩০

১১

শ্রাবণী এখন শ্রাবণ

১২

ঘুরতে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

১৩

জুমার দিনে মসজিদে আগুন দিল ইসরায়েলিরা

১৪

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে চিত্রকর্ম প্রদর্শনী

১৫

আরেকটি বাংলাদেশ-ভারত ফাইনাল কাল

১৬

বাংলাদেশে ইসলামি চরমপন্থা আসবে না : ড. ইউনূস

১৭

ভারতীয় মিডিয়ার তথ্য বিভ্রান্তিকর-অতিরঞ্জিত : প্রেস উইং ফ্যাক্ট চেক

১৮

দিল্লিতে অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ

১৯

ইটিভি-সিজেএফবি সংগীত-সাংবাদিকতা এবং চলচ্চিত্রে বিশেষ অবদান / সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন, ফাহিম আহমেদ এবং জয়া আহসান 

২০
X