ক্রীড়াঙ্গনের সংস্কারে সার্চ কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়া ফেডারেশন ও সংস্থাগুলো থেকে রাজনীতি মুক্ত করতে সার্চ কমিটি গঠন করা হয়। ক্রীড়াঙ্গনের সবার চোখ এ কমিটির দিকে।
রোববার (৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিক সভা করে এ সার্চ কমিটি। সভার বিষয় নিয়ে মুঠোফোনে কালবেলার সঙ্গে কথা বলেন সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানা। এতদিন ব্যাডমিন্টন ফেডারেশনের সহসভাপতি ছিলেন তিনি। ওই কমিটি সার্চ কমিটির আওতাধীন। এ কারণে ফেডারেশনের পদ থেকে নিজের পদত্যাগের কথা জানান সার্চ কমিটির আহ্বায়ক।
জোবায়েদুর রহমান রানা বলেন, ‘আজ (রোববার) আমি ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করেছি। সার্চ কমিটিতে মন্ত্রণালয় থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ অবস্থায় ফেডারেশনের পদে থাকা সঠিক হয় না, এতে স্বার্থে আঘাত হতে পারে। এ জন্য পদত্যাগ করেছি।’
এ সময় সার্চ কমিটির কর্মপরিকল্পনা নিয়ে ধারণা দেন তিনি, ‘ফেডারেশন-অ্যাসোসিয়েশন (সংখ্যা) পঞ্চাশের উপর। আমরা পাঁচটি করে ফেডারেশন নিয়ে বসতে চাই। পাঁচটি করে এগিয়ে যাব।’
তবে শুরুতে কোন পাঁচ ফেডারেশন নিয়ে কাজ করবেন, এ নিয়ে কিছুই জানাননি জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ ক্রীড়াবিদ। রাজনৈতিক পটপরিবর্তনের পর খোঁজ নেই অনেক ফেডারেশনের সভাপতি-সাধারণ সম্পাদকের। আবার অনেক ফেডারেশন থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক হয় পদত্যাগ করেছেন অথবা হয়েছেন অপসারিত।
অচল অবস্থা দূর করে ক্রীড়াঙ্গনকে দ্রুত সচল করতে আশাবাদী সার্চ কমিটির আহ্বায়ক, ‘খুব দ্রুতই খেলাধুলা সচল হবে। আমরা সে লক্ষ্যে কাজ করছি।’
দ্রুত ক্রীড়াঙ্গনের শক্তি কাঠামো দাঁড় করানো সম্ভব বলে জানান আহ্বায়ক, ‘আমরা ক্রীড়াঙ্গনের একটি কাঠামো প্রদান করব। আশা করি এটা কার্যকরী হবে।’
প্রথম সভায় সার্চ কমিটির পাঁচজনের মধ্যে উপস্থিত ছিলেন চারজন। পারিবারিক কারণে সভায় যোগ দিতে পারেননি সাবেক হকি খেলোয়াড় মেজর (অব.) ইমরোজ আহমেদ।
মন্তব্য করুন