গত ৫ আগস্ট ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের পরই দেশের প্রতিটি ক্ষেত্রেই পরিবর্তন আসছে। দেশের ক্রীড়াঙ্গনও বাদ যায়নি। সেই পরিবর্তনের অংশ হিসেবে এবার তিন ক্রীড়া ফেডারেশনের সভাপতিকে সরিয়ে দেওয়া হয়। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্দেশনায় দাবা, কাবাডি, ও ব্রিজ ফেডারেশনের সভাপতিদের অপসারণ করা হয়। এই পদক্ষেপের মাধ্যমে ক্রীড়াঙ্গনে নতুন নেতৃত্ব আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দাবা ফেডারেশনের সভাপতির পদ থেকে এবং সদ্য সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে কাবাডি ফেডারেশনের সভাপতির পদ থেকে অপসারণ করা হয়েছে। অন্যদিকে, ব্রিজ ফেডারেশনের সভাপতি ও সাবেক নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলমকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এদিকে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮-এর ২২ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়েছে। তবে এখনও কোনো ফেডারেশনে নতুন সভাপতি নিয়োগ দেওয়া হয়নি।
বিশেষ করে কাবাডি ফেডারেশন দীর্ঘদিন ধরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হয়ে আসছিল। সভাপতির পাশাপাশি সাধারণ সম্পাদকের পদেও পুলিশের কর্মকর্তা ছিলেন। তবে এবার সভাপতির পাশাপাশি কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানকেও সরিয়ে দেওয়া হয়েছে, যিনি ছিলেন পুলিশ বিভাগের এক উচ্চপদস্থ কর্মকর্তা।
এই অপসারণের পর কাবাডি ফেডারেশন এখন নেতৃত্বশূন্য হয়ে পড়েছে। তবে যুগ্ম সম্পাদক পদে এখনো পুলিশ বিভাগের একজন কর্মকর্তা রয়েছেন। সরকার মনোনীত সভাপতি নিয়োগের মাধ্যমে ফেডারেশনগুলোতে পুনরায় কার্যক্রম চালু করা হবে বলে ধারণা করা হচ্ছে। আপাতত দাবা ও কাবাডি ফেডারেশন চালাবে অ্যাডহক কমিটি।
ফেডারেশনগুলোতে বর্তমান পরিবর্তনের প্রেক্ষাপটে জাতীয় ক্রীড়াঙ্গনে নেতৃত্বের পরিবর্তনের লক্ষ্যে সরকারি উদ্যোগের প্রতিফলন দেখা যাচ্ছে।
মন্তব্য করুন