দেশের ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশন ও সংস্থাগুলোর কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার জন্য পাঁচ সদস্যের একটি সার্চ কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাস্পিয়ন মো. জোবায়দুর রহমান রানাকে সার্চ কমিটিতে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদসরা হলেন- সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সাবেক সচিব ও হকি খেলোয়াড় মেজর (অব.) ইমরোজ আহমেদ, প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক কাজী মহিউদ্দিন আহমেদ বুলবুল ও সিনিয়র ক্রীড়া সাংবাদিক মন্টু কায়ছার (এম এম কায়সার)।
সার্চ কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর আলোকে ফেডারেশন, অ্যাসোসিয়েশন ও সংস্থারগুলোর চলমান কার্যক্রম সস্পর্কিত বিষয় পর্যালোচনা করে আগামী দুই মাসের মধ্যে সরকারের কাছে প্রস্তাব আকারে পেশ করবে বলে বলা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়।
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মাধ্যমে দেশের ক্রীড়া কর্মকাণ্ড পরিচালনা করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সার্চ কমিটির প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব হুমায়ন কবীর।
প্রয়োজনে কমিটির সদস্যের সংখ্যা বাড়াতে বা কমাতে পারবে। গঠিত সার্চ কমিটিকে দাপ্তরিক সহায়তা দেবে ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ( ক্রীড়া) ও জাতীয় ক্রীড়া পরিষদের সচিব।
মন্তব্য করুন