বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনে নানা অনিয়ম এবং জালিয়াতির বিরুদ্ধে সরব হয়েছেন সাবেক শুটার, টেকনিক্যাল অফিসিয়াল এবং খেলাটির সংগঠকরা। বুধবার (১৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে দুর্নীতিবাজ বর্তমান কমিটি ভেঙে দিতে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) প্রতি আহবান জানানো হয়েছে।
এ সম্পর্কে সাবেক তারকা শুটার সাইফুল আলম রিংকি বলেন, ‘আমরা নতুন একটা কমিটি করার জোর দাবি জানাচ্ছি। এটা না করা হলে শুটিং যতটুকু আছে ততটুকুও থাকবে না।’
কমনওলেথ শুটিং এবং এসএ গেমসে স্বর্ণজয়ী সাবরিনা সুলতানা বললেন, ‘দুর্নীতিমুক্ত ক্রীড়াঙ্গন, শঙ্কামুক্ত খেলোয়াড় ও রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গন চাই আমরা। খেলাধুলার মধ্যে রাজনীতি থাকায় উন্নতি হয়নি। বিশেষ করে শুটিং ফেডারেশনে মহাসচিব ইন্তেখাবুল হামিদ আসন গেড়ে বসে আছেন।’
দেশের অস্থিতিশীল অবস্থায় জাতীয় দলের ক্যাম্প ডেকেছে শুটিং ফেডারেশন। এ প্রসঙ্গে ঢাকা রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক জিএম হায়দার বলেন, ‘অস্থির সময়ে ক্যাম্পের উদ্দেশ্য কি? যা চলছে নামকা ওয়াস্তে। আজ ১১ জন অনুশীলন করেছে। যার একজন রাইফেল শুটার, ১০ জন পিস্তলের। শুটাররা রেঞ্জে খাচ্ছে ঘুমাচ্ছে।’
এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাবেক কোষাধক্ষ্য মোহাম্মদ কায়সার, সাবেক সদস্য গাজী সাইফুল তারেক, পটুয়াখালী রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক আবদুস সালাম, সাবেক শুটার ফরিদুল ইউসুফ মহসিন, সাবেক শুটার এমরান চৌধুরী, আসবাব আলী ফয়েজ, জাকিয়া সুলতানা টুম্পা।
মন্তব্য করুন