স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০৩:০৭ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৩:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ফেডারেশনের বিরুদ্ধে তারকা বক্সারের যত অভিযোগ

সুর কৃষ্ণ চাকমা। ছবি : সংগৃহীত
সুর কৃষ্ণ চাকমা। ছবি : সংগৃহীত

বিশ্বের অন্যতম সেরা খেলার একটি হিসেবে ধরা হয় বক্সিংকে। যুগে যুগে পুরো বিশ্বে বেশ বিখ্যাত কিছু আইকন দিয়েছে খেলাটি। তবে পুরো বিশ্বজুড়ে জনপ্রিয়তা থাকলেও বাংলাদেশে খেলাটির জনপ্রিয়তা নেই বললেই চলে।

এমনই এক দেশে স্বীকৃত বক্সার হিসেবে খেলেন বাংলাদেশের একমাত্র পেশাদার বক্সার সুর কৃষ্ণ চাকমা। রাঙামাটির এই ছেলেকে বাংলাদেশের বক্সিং আইকন হিসেবেই দেখা হয়। কয়েকবার দেশসেরার মুকুট পরেছেন তিনি। দেশের একমাত্র স্বীকৃত এই পেশাদার বক্সার বাংলাদেশে অনুষ্ঠিত প্রথম পেশাদার বক্সিংয়ে হন সেরা। এছাড়াও এশিয়ান বক্সিং ফেডারেশনের সুপার লাইটওয়েট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ বেল্টও জিতে নেন এ বক্সার। এবার অবশ্য তিনি অভিযোগের তীরে বিদ্ধ করলেন ফেডারেশনকে।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে সুর কৃষ্ণ চাকমা ফেডারেশন সম্পর্কে বেশ কিছু অভিযোগ তোলেন। যার মধ্যে বিদেশে প্রশিক্ষণ নেওয়ার কারণে নিষিদ্ধ হয়েছেন– এমন অভিযোগও করেছেন তিনি। বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদককে নিয়েও অভিযোগ তার।

নিজের ফেসবুকে দেওয়া সে স্ট্যাটাসে সুর কৃষ্ণ লেখেন, ‘২০১৩ থাকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ গেমসসহ যত জাতীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছি সে সব প্রতিযোগিতায় একেকটা মেডেল ছাড়া ফেডারেশন থেকে কিছুই পাইনি।’ তার ভাষ্য, ‘আমি এ কথাগুলো বলছি শুধু পরবর্তী প্রজন্মের কথা ভেবে।’

ফেডারেশনের বিরুদ্ধে কড়া অভিযোগ এনেছেন এরপরই, ‘শুধু উচ্চতর প্রশিক্ষণে বিদেশ যাত্রার জন্য ফেডারেশন থেকে নিষিদ্ধ হয়েছি। খেলোয়াড়দের নিয়ে যদি সুষ্ঠু পরিকল্পনা নিয়ে এগোনো না যায় বাংলাদেশের ইতিহাসে কোনো কালেই খেলোয়াড়দের জীবনমানের উন্নতি হবে না। সব অনিয়মের বিরুদ্ধে কথা বলার লোক নেই।’

তিনি দেশে কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন না হওয়ার আক্ষেপ তুলে বলেন, ‘২০১৪ সাল থেকে এখন পর্যন্ত বক্সিং ফেডারেশনের কোনো সাধারণ সম্পাদক একটা আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করতে পারেনি। বছরের পর বছর জাতীয় দলের খেলোয়াড়রা একটা আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য বসে থাকে। দীর্ঘমেয়াদি কোনো প্রশিক্ষণ হয় না। প্রফেশনাল বক্সিংটা আসার কারণে বাংলাদেশের বক্সিংটা মানুষ জানছে। এখানে ফেডারেশনের কোনো ভূমিকা নেই।’

দক্ষ নেতৃত্বের অভাব উল্লেখ করে বক্সিং ফেডারেশনের সংস্করেরও দাবি তোলেন এই বক্সার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়াং অ্যাক্টিভিস্ট সামিট ২০২৪ লরিয়েট সম্মাননা পেলেন বাংলাদেশি তরুণ

ছায়ানটের লোকসংগীত আসরে দেশসেরা ৫ গীতিকবির গান

চাঁদাবাজদের ধরে খুঁটির সঙ্গে বেঁধে পুলিশে দিন : হাসনাত আবদুল্লাহ

বিপ্লবী সরকারের উপদেষ্টা হবেন বিপ্লবী : রিজভী 

ক্যারিবীয়দের বিপক্ষে বোলিংয়ে টাইগাররা

সর্বস্তরের নারী প্রতিনিধিত্ব রাষ্ট্রের সব পর্যায়ে দেখা যাচ্ছে না

লালপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

স্বামীকে মৃত দেখিয়ে ভুয়া মামলা, স্ত্রীসহ ৩ জন পুলিশ হেফাজতে

মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ : ধর্ম উপদেষ্টা

হঠাৎ কেন ইউরেনিয়ামের মজুত বাড়াল ইরান

১০

দলকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করুন : যুবদল সভাপতি

১১

গ্লোবাল ক্লাইমেট মিডিয়া নেটওয়ার্কের নির্বাহী কমিটি গঠন

১২

মেহেরপুর ইসলামি আন্দোলনের উর্বর ভূমি : গোলাম পরওয়ার

১৩

রেলপথ যেভাবে পাল্টে দিয়েছে সময়ের ধারণা

১৪

‘সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা পর্যটনে নেতিবাচক প্রভাব ফেলবে না’

১৫

‘মুডিসের প্রতিবেদনে জুলাইয়ের অভ্যুত্থানের পর অর্থনৈতিক অগ্রগতির প্রতিফলন নেই’

১৬

সব টেলিভিশনে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র প্রচারের নির্দেশ

১৭

‘বিপ্লব-পরবর্তী দেশকে এগিয়ে নিতে ঐক্যের বিকল্প নেই’

১৮

ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে : আহমদ আবদুল

১৯

ম্যানেজার নেবে বিকাশ, থাকছে না বয়সসীমা

২০
X