ডেনমার্কের ব্যাডমিন্টন খেলোয়াড় ভিক্টর অ্যাক্সেলসেন এবার প্যারিস অলিম্পিকে স্বর্ণ জিতেছেন। ২০২১ সালের টোকিও অলিম্পিকেও স্বর্ণ জেতেন তিনি। এবারের স্বর্ণপদকে স্বর্ণের পরিমাণ কম বলে অভিযোগ করেছেন তিনি। পদকের রং দ্রুত ফিকে হয়ে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
ভিক্টর অ্যাক্সেলসেন ২০২১ টোকিও অলিম্পিকের ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে স্বর্ণ জিতেছিলেন। তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে তিনি অভিযোগ করে বলেন, টোকিওর স্বর্ণপদকে স্বর্ণের পরিমাণ ছিল ৯ শতাংশ। প্যারিসে কমে ১ শতাংশ হয়েছে। পুরুষদের স্ট্রিট স্কিটবোর্ডে এবার প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছেন আমেরিকার নিজা হুস্টন।
তিনি বলেন, ‘নতুন থাকা অবস্থায় প্যারিস অলিম্পিকের পদক দেখতে খুব সুন্দর লাগছে। কিন্তু ঘাম লাগার পরে সে বন্ধু-বান্ধবদের সেই পদক পরতে দেওয়ার পর তার রং বদলে গেছে। অনেকটা ফিকে হয়ে গেছে। আমার মনে হয় অলিম্পিক কমিটির এ বিষয়ে নজর রাখা উচিত।’
Badminton Gold medalist #ViktorAxelsen, who triumphed in both the #TokyoOlympics and #Paris2024 shared a video highlighting the differences between his two Gold Medals. Paris Games #GoldMedal only have 1% #Gold, In Tokyo it was 9%.#OlympicGames#ArshadNadeem#SifanHassan pic.twitter.com/OwJry07Cfs— know the Unknown (@imurpartha) August 11, 2024
মন্তব্য করুন