প্যারিস অলিম্পিক শুরু হয়েছিল ২৬ জুলাই। রোববার রাতে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে ইতিহাসের সফলতম আকর্ষণীয় অলিম্পিক। শুরু থেকে শেষ পর্যন্ত পদক তালিকার শীর্ষস্থান নিয়ে চীন আর আমেরিকার হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।
৪০টি স্বর্ণ নিয়ে যৌথভাবে শীর্ষে চীন ও আমেরিকা। যুক্তরাষ্ট্র ৪০ স্বর্ণ, ৪৪ রৌপ্য ও ৪২ ব্রোঞ্জসহ ১২৬টি পদক পেয়ে প্রথম হয়েছে। বিপরীতে চীন ৪০ স্বর্ণের পাশাপাশি ২৭ রৌপ্য ও ২৪ ব্রোঞ্জসহ মোট ৯১টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
প্যারিস অলিম্পিকের বিদায় ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে লস অ্যাঞ্জেলেসের আগমন বার্তাও শোনা যাচ্ছে। ২০২৮ সালের অলিম্পিক হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। হয়তো আপনি সেই শহরের যানজটের সঙ্গে পরিচিত।
তাই অলিম্পিকের সময় যানজট নিরসনে ব্যক্তিগত গাড়িমুক্ত আসর আয়োজনের পরিকল্পনা করছেন আয়োজকরা। পরের অলিম্পিকের পতাকা আনুষ্ঠানিকভাবে বুঝে নিতে এখন প্যারিসে আছেন লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস।
সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘শহরের প্রধানরা লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ব্যক্তিগত গাড়িমুক্ত করতে চান। আমরা গণপরিবহনে বিনিয়োগ করব এবং ইভেন্ট চলাকালে শহরবাসীকে করোনাকালের মতো বাসায় বসে কাজ করতে উৎসাহিত করব।’
তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত গাড়ি না থাকার অর্থ হলো অলিম্পিক ভেন্যুতে যেতে আপনাকে গণপরিবহন ব্যবহার করতে হবে। সেটা নিশ্চিত করতে আমরা আমাদের পরিবহন ব্যবস্থার আরও উন্নত করছি।’
অলিম্পিকের ইতিহাসে লস অ্যাঞ্জেলেস তৃতীয়বারের মতো লন্ডন, প্যারিসের পর অলিম্পিক আয়োজন করবে। ১৯৩২ সালে এই শহরে অলিম্পিক হয়েছিল। এরপর ১৯৮৪ সালে আরও একবার লস অ্যাঞ্জেলেসে অলিম্পিক হয়েছিল।
২০২৮ সালে আরও একটা অলিম্পিক হবে। মেয়র ব্যাস বলেন, ‘১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলেসবাসী আতঙ্কিত হয়ে পড়েছিল। তারা ভেবেছিল ভয়ানক যানজট হবে। কিন্তু তা না হওয়া আমাদের কাছে বিস্ময়কর ব্যাপার ছিল। কারণ ১৯৮৪ সালে এখনকার মতো এমন প্রযুক্তি ছিল না। আমাদের লক্ষ্য অলিম্পিকের আগেই লস অ্যাঞ্জেলেসের আনুমানিক ৭৫ হাজার ৫০০ গৃহহীন মানুষের বাসস্থানের ব্যবস্থা করা। আমরা তাদের রাস্তা থেকে তুলে আনব।’
প্যারিস অলিম্পিকের মতো পরের অলিম্পিকেও কি ব্যতিক্রমী উদ্বোধন হবে? সেই প্রশ্নের জন্য আপনাকে আরও ৪ বছর অপেক্ষা করতে হবে। তবে একটা ব্যাপার এখনই নিশ্চিত করে বলা যায়। আর তা হলো, পরের অলিম্পিকেও হয় এমন তারকার জন্ম হবে যারা খেলার ইতিহাসে অমর হয়ে থাকবেন।
মন্তব্য করুন