অলিম্পিকে ব্যর্থ হয়ে টেনিস ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন রাফায়েল নাদাল। এবার তিনি ইউএস ওপেন থেকে নাম তুলে নিলেন। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। তবে লেভার কাপে অংশ নেবেন নাদাল।
নাদাল বলেন, ‘সবাইকে জানাতে চাই, এ বছরের ইউএস ওপেনে খেলতে পারব না। নিউইয়র্কে আমার প্রচুর স্মৃতি রয়েছে। আর্থার অ্যাশ স্টেডিয়ামে রাতের দিকে দুর্দান্ত পরিবেশে খেলা ম্যাচগুলো খুব মিস করব। তবে এবার ১০০ শতাংশ দিতে পারব না বলেই নাম তুলে নিয়েছি।’
তিনি আরও লিখেছেন, ‘আমেরিকার সমর্থকদের অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে মিস করব। আবার কোনো দিন দেখা হবে। ইউএস ওপেনের জন্য শুভেচ্ছা রইল। এর পর বার্লিনে লেভার কাপে খেলতে নামব।’
চারবার ইউএস ওপেন শিরোপা জিতেছেন নাদাল। শেষবার তিনি খেলেছেন ২০২১ সালে। বিদায় নিয়েছিলেন চতুর্থ রাউন্ড থেকে।
মন্তব্য করুন