প্রো-কাবাডির নিলামের জন্য বাংলাদেশ থেকে ৯ খেলোয়াড়ের নাম পাঠানো হয়েছে। প্রো-কাবাডির সিজন ১১-এর নিলাম অনুষ্ঠিত হবে ১৫ ও ১৬ আগস্ট। গত মাসে নিলামের জন্য আয়োজকরা বাংলাদেশের খেলোয়াড়দের নাম চেয়ে চিঠি দিয়েছে। তার প্রেক্ষিতে ৯ খেলোয়াড়ের নাম পাঠানো হয়েছে বলে কালবেলাকে নিশ্চিত করেছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।
লেফট রাইডার মিজানুর রহমান, রাইট কর্নার লিটন আলী, রাইট কর্নার ও লেফট রাইডার আরিফ রাব্বানী, লেফট রাইডার শাহ আহমেদ শাহান, লেফট রাইডার ও রাইট কভার শরীফ মিয়া, লেফট কর্নার আসাদুজ্জামান হওলাদার, লেফট কর্নার জুয়েল ইসলাম, রাইট রাইডার ও রাইট কর্নার রবিউল ইসলাম এবং লেফট কভার জিয়াউর রহমানের নাম পাঠানো হয়েছে।
‘প্রো-কাবাডির আয়োজকরা বরাবরই আমাদের কাছে খেলোয়াড় চেয়ে চিঠি দেয়। দিয়েছিলেন এবারও। তার ভিত্তিতে বিভিন্ন পজিশনের সম্ভাব্য সেরা খেলোয়াড়দের তালিকা পাঠানো হয়েছে। তাদের নিলামে তোলা হবে’— কালবেলাকে বলছিলেন এস এম নেওয়াজ সোহাগ।
গত আসরে বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে প্রো-কাবাডি খেলেছিলেন লিটন আলী। রাইট কর্নার পজিশনে খেলা এ খেলোয়াড়কে নিলামে ১৩ লাখ রুপিতে দলে টেনেছিল বেঙ্গালুরু। বাংলাদেশ কাবাডি সংশ্লিষ্টদের আশাবাদ, এবারের আসরে বেশি সংখ্যক খেলোয়াড় সুযোগ পাবেন।
সর্বশেষ বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতায় টানা চতুর্থ শিরোপা জয়ের পথে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন মিজানুর রহমান। এ রেইডার ছাড়াও একাধিক খেলোয়াড় আলো ছড়ান। আশা করা হচ্ছে, তারা নিলামে বিভিন্ন দলের কর্তকর্তাদের দৃষ্টি কাড়তে সক্ষম হবেন।
মন্তব্য করুন